বরিশাল প্রতিনিধি:
বরিশালের বাকেরগঞ্জ উপজেলার কারখানা নদীতে অবৈধভাবে বালু ও মাটি কাটা রোধে বিশেষ অভিযান পরিচালনা করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রুমানা আফরোজ। সোমবার (২৬ আগস্ট) গভীর রাতে এ অভিযান পরিচালনা করা হয়।
অভিযান চলাকালে ইউএনও রুমানা আফরোজ স্থানীয় জনগণের উদ্দেশ্যে বলেন, “অবৈধ বালু ও মাটি কাটা পরিবেশের জন্য মারাত্মক ক্ষতিকর। তাই সামাজিক প্রতিরোধ গড়ে তোলা জরুরি। কেউ অবৈধভাবে বালু বা মাটি কাটার তথ্য পেলে দ্রুত উপজেলা প্রশাসনকে জানাতে হবে।”
তিনি আরও বলেন, “মানুষ যখন ঘুমিয়ে থাকে, তখনও উপজেলা প্রশাসন সাধারণ মানুষের স্বার্থে কাজ করে যাচ্ছে। জনস্বার্থে অবৈধ বালু ও মাটি কাটার বিরুদ্ধে নিয়মিত অভিযান চলবে।”
এ অভিযানে স্থানীয়দের মধ্যে সচেতনতা সৃষ্টি হয় এবং পরিবেশ রক্ষায় সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান ইউএনও।