আবুল হাশেম
রাজশাহী ব্যুরোঃ
ডিবিসি নিউজে প্রচারিত একটি ভিত্তিহীন ও ষড়যন্ত্রমূলক সংবাদ প্রকাশের প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছেন লক্ষ্মীপুরের শিক্ষক ও ক্লিনিক ব্যবসায়ী মো. জাহিদ হাসান।
মঙ্গলবার (১৮ আগস্ট) দুপুরে লক্ষ্মীপুর মোড়ের রিফ্রেশমেন্ট রেস্টুরেন্টে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি বলেন, ডিবিসি নিউজে প্রচারিত প্রতিবেদনে তাকে চন্ডিপুরের কথিত শীর্ষ সন্ত্রাসী রুবেলের সহযোগী হিসেবে উল্লেখ করা হয়েছে, যা সম্পূর্ণ মিথ্যা, উদ্দেশ্যমূলক ও ষড়যন্ত্রমূলক। তার সঙ্গে উল্লিখিত ব্যক্তির কোনো পরিচয় বা সম্পর্ক নেই বলে দাবি করেন তিনি।
জাহিদ হাসান অভিযোগ করে বলেন, “আমি বিগত সরকারের সময় ১৮টি রাজনৈতিক মামলার আসামি ছিলাম। ছয়বার কারাভোগ করেছি, টানা ১৫ মাস জেলে থেকেছি। জেলে থাকাকালীন আমার বাবাকে হারিয়েছি। এতকিছুর পরও আমাকে আওয়ামী সন্ত্রাসী রুবেলের সঙ্গে জড়ানো হাস্যকর ও গভীর ষড়যন্ত্রের অংশ।”
তিনি আরও জানান, টিবি হাসপাতাল সংক্রান্ত একটি মামলার জেরে চলতি মাসের ৫ আগস্ট তালা লাগানোর ঘটনায় রাজপাড়া থানা জামায়াতের পক্ষ থেকে তাকে সেখানে পাঠানো হয়েছিল। তিনি গিয়ে দখলমুক্ত করতে সহায়তা করেন এবং উপস্থিত সবাইকে জানান—বিষয়টি নিয়ে আদালতে মামলা চলমান, আদালতের রায়ই চূড়ান্ত হবে।
সংবাদ সম্মেলনে তিনি দাবি করেন, কিছু চাঁদাবাজ ও স্বার্থান্বেষী মহল বিশেষ সুবিধা নিয়ে তার বিরুদ্ধে অসত্য সংবাদ প্রচার করেছে। এর ফলে তার ব্যক্তিগত ও সামাজিক সম্মানহানি হয়েছে।
শেষে তিনি ঘোষণা দেন, এই ঘটনায় তিনি খুব শিগগিরই আইনি ব্যবস্থা গ্রহণ করবেন।