মুহাম্মদ আবু হেলাল শেরপুর প্রতিনিধি:
নারী শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করা এবং সাম্প্রতিক হুমকি ও হেনস্তার ঘটনায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে শেরপুর সরকারি কলেজ ছাত্রদল বিক্ষোভ মিছিল ও অবস্থান কর্মসূচি পালন করেছে। কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে মঙ্গলবার (২ সেপ্টেম্বর) দুপুরে কলেজ ক্যাম্পাসে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
বিক্ষোভ মিছিলটি কলেজ ক্যাম্পাস থেকে শুরু হয়ে শহরের প্রধান সড়কগুলো প্রদক্ষিণ করে। পরে মিছিলটি কলেজ ক্যাম্পাসের বট চত্বরে এসে শেষ হয়। সেখানে অনুষ্ঠিত সংক্ষিপ্ত সমাবেশে বক্তারা বলেন, নারী শিক্ষার্থীদের বিরুদ্ধে অব্যাহত সাইবার বুলিং, শিবির কর্মীর গণধর্ষণের হুমকি এবং রাজশাহী বিশ্ববিদ্যালয়ের নারী নেত্রীদের হেনস্তার ঘটনা দেশের শিক্ষাঙ্গন ও সমাজের নিরাপত্তার জন্য গুরুতর হুমকি স্বরূপ।
বক্তারা অভিযোগ করেন, এসব ঘটনায় প্রশাসনের উদাসীনতা এবং অপরাধীদের প্রতি নীরব সমর্থন আরও ভয়ঙ্কর পরিস্থিতির জন্ম দিচ্ছে। তারা বলেন, নারী শিক্ষার্থীদের ওপর হামলা, হুমকি ও হেনস্তার সঙ্গে যারা জড়িত, তাদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে। অন্যথায় সমাজে এমন ন্যাক্কারজনক কর্মকাণ্ড বেড়ে যাওয়ার আশঙ্কা রয়েছে।
ছাত্রদল নেতারা আরও বলেন, একটি সভ্য সমাজে নারী শিক্ষার্থীদের নিরাপত্তাহীনতা কোনোভাবেই কাম্য নয়। দেশের মেধাবী শিক্ষার্থীরা সন্ত্রাসী হুমকি কিংবা সাইবার আক্রমণের শিকার হলে শিক্ষার পরিবেশ ভেঙে পড়বে। এ ধরনের কর্মকাণ্ড রোধ করতে সরকার ও প্রশাসনকে সর্বোচ্চ ব্যবস্থা নিতে হবে।
সংক্ষিপ্ত সমাবেশে বক্তারা অবিলম্বে নারী শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানান এবং ছাত্রসমাজকে ঐক্যবদ্ধ হয়ে অন্যায়ের বিরুদ্ধে সোচ্চার থাকার আহ্বান জানান।
কর্মসূচিতে শেরপুর সরকারি কলেজ ছাত্রদল ও শহর ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা অংশ নেন। তারা ঐক্যবদ্ধ কণ্ঠে বলেন, নারী শিক্ষার্থীদের ওপর নির্যাতন ও সাইবার বুলিং বন্ধ না হলে ছাত্রদল আরও কঠোর আন্দোলন কর্মসূচি ঘোষণা করবে।