মুহাম্মদ আবু হেলাল, শেরপুর প্রতিনিধি :
শেরপুরের নালিতাবাড়ীতে সীমান্তবর্তী পানিহাতা এলাকায় বিশেষ অভিযানে ৭৫ কেজি ভারতীয় এলাচ জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। রবিবার (৭ সেপ্টেম্বর) ভোর রাতে ময়মনসিংহ ব্যাটালিয়ন (৩৯ বিজিবি) এর একটি টহল দল এ অভিযান পরিচালনা করে।
বিজিবি সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে রাত ৩টা ৩৫ মিনিটে টহল দল পানিহাতা এলাকায় অভিযান চালায়। এ সময় চোরাকারবারীরা অভিনব কৌশলে ভারতীয় এলাচ পাচারের চেষ্টা করছিল। তবে বিজিবির উপস্থিতি টের পেয়ে তারা চোরাই মালামাল ফেলে পালিয়ে যায়। পরে টহল দল ৭৫ কেজি এলাচ উদ্ধার করতে সক্ষম হয়, যার আনুমানিক বাজারমূল্য প্রায় ৫ লাখ ২৫ হাজার টাকা।
ময়মনসিংহ ব্যাটালিয়ন (৩৯ বিজিবি) অধিনায়ক লে. কর্নেল মেহেদি হাসান জানান, সীমান্ত এলাকায় মাদক, চোরাচালান ও অবৈধ অনুপ্রবেশ রোধে বিজিবি নিরলসভাবে কাজ করে যাচ্ছে। এ ধরনের অভিযান আরও জোরদার করা হবে বলেও তিনি উল্লেখ করেন।