মোঃ বেল্লাল হোসাইন নাঈম, স্টাফ রিপোর্টার: নোয়াখালীর সেনবাগ উপজেলা ও পৌরসভা বিএনপির আহবায়ক কমিটি ঘোষণাকে কেন্দ্র করে গত ৯সেপ্টেম্বর সকাল ও বিকালে পক্ষে বিপক্ষে মিছিল করে দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে নবগঠিত সেনবাগ উপজেলা বিএনপির আহবায়ক কমিটির যুগ্ম আহবায়ক গোলাম হোসেন খন্দকার ও সদস্য দলিলুর রহমানকে দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে দলীয় পদ খেকে অব্যাহতি দিয়েছে নোয়াখালী জেলা বিএনপি। আরেক নোটিশ জেলা বিএনপির আহবায়ক মাহাবুব আলমগীর আলো ও সদস্য সচিব হারুনুর রশিদ আজাদ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে সেনবাগ উপজেলার ফারুক গ্রুপের ২ জন যুগ্ম-আহবায়ক ফারুক বাবুল ও আব্দুল হান্নান লিটনকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে। জেলা বিএনপির দপ্তরের দাযিত্ব প্রাপ্ত এ্যডভোকেট রবিউল হাসান পলাশ স্বাক্ষরিত এক পত্রে কাজী গ্রুপের দুজনকে বহিষ্কার আদেশ প্রদান করা হয়। ১০ সেপ্টম্বর দেওয়া চিঠিতে বলা হয় নোয়াখালী জেলা বিএনপির আহবায়ক মাহবুবর আলমগীর আলো ও সদস্য সচিব হারুনুর রশিদ আজাদের অনুমোদন ক্রমে ওই দুইজনকে দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগ দলের প্রাথমিক সদস্য পদ সহ সকল পদ থেকে অব্যহতি দেওয়া হয়েছে। উল্লেখ্য,গত সোমবার জেলা বিএনপি কর্তৃক সেনবাগ উপজেলা ও সেনবাগ পৌরসভার আহবায়ক কমিটি প্রদান করা। গত মঙ্গলবার সেনবাগ উপজেলা বিএনপির আহবায়ক কমিটিতে যথাযথ মূল্যায়ন না করায় বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য কাজী মফিজুর রহমান গ্রুপ ও জয়নুল আবেদিন ফারুক গ্রুপ ঘোষিত কমিটি প্রত্যাখ্যান করে সেনবাগ পৌরশহরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করে। বিক্ষোভ থেকে জেলা বিএনপির আহবায়ক কমিটির বিরুদ্ধে নানা রকম কটাক্ষ করে শ্লোগান দেওয়া হয়। এর জেরে দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে কাজী মফিজুর রহমান গ্রুপের (২)দুই নেতাকে বহিষ্কার এবং জয়নুল আবেদিন ফারুক গ্রুপের (২) দুই নেতাকে কারণ দর্শানোর নোটিশ করা হয়। এতে জেলা কমিটি বিমাতাসুলভ আচরণ করছে বলে মনে করেন তৃণমূল বিএনপি নেতাকর্মীরা।