আজ বৃহস্পতিবার, ১১ সেপ্টেম্বর ২০২৫ খ্রি. শেরপুর জেলার জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট তরফদার মাহমুদুর রহমান ঝিনাইগাতী উপজেলা পরিদর্শন করেন। এসময় তিনি বিভিন্ন দপ্তরের কার্যক্রম পরিদর্শন ও স্থানীয় জনগণের সেবা প্রাপ্তির অগ্রগতি সম্পর্কে খোঁজখবর নেন।
দিনের শুরুতে জেলা প্রশাসক ঝিনাইগাতী উপজেলা ভূমি অফিস এবং সদর ইউনিয়ন ভূমি অফিস পরিদর্শন করেন। ভূমি সেবা কার্যক্রমের মানোন্নয়ন, জনসেবার স্বচ্ছতা নিশ্চিতকরণ এবং জনগণের ভোগান্তি নিরসনে চলমান পদক্ষেপসমূহ নিবিড়ভাবে পর্যবেক্ষণ করে তিনি কর্মকর্তাদের প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন। তিনি জোর দিয়ে বলেন, "ভূমি সংক্রান্ত প্রতিটি সেবা জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে হবে এবং সেবাগ্রহীতাদের হয়রানি যেন কোনোভাবেই না হয় তা নিশ্চিত করতে হবে।"
এসময় সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তা-কর্মচারীদের সাথে মতবিনিময় করে তিনি কাজের গতি, দক্ষতা এবং সেবার মান উন্নত করার ওপর গুরুত্ব আরোপ করেন। উপস্থিত কর্মকর্তারাও জেলা প্রশাসকের এ নির্দেশনা বাস্তবায়নে দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।
পরিদর্শন শেষে জেলা প্রশাসক উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত শিক্ষা উপকরণ বিতরণ কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে যোগ দেন। জেলা প্রশাসকের অগ্রাধিকার কর্মপরিকল্পনার অংশ হিসেবে এ কার্যক্রম অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে শিক্ষার্থীদের হাতে গাছের চারা ও বিভিন্ন শিক্ষা উপকরণ তুলে দেন তিনি।
অনুষ্ঠানে বক্তৃতাকালে জেলা প্রশাসক তরফদার মাহমুদুর রহমান বলেন, “শিক্ষার্থীরা জাতির ভবিষ্যৎ। তাদের সুস্থভাবে বেড়ে ওঠা এবং সুশিক্ষা লাভের মাধ্যমে একটি উন্নত ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তোলা সম্ভব। শিক্ষা উপকরণ বিতরণ শুধু সহায়তা নয়, এটি তাদের পড়াশোনায় নতুন উদ্দীপনা সঞ্চার করবে।”
এসময় উপজেলা নির্বাহী কর্মকর্তা, স্থানীয় জনপ্রতিনিধি, শিক্ষক, অভিভাবক ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন। শিক্ষার্থীরা শিক্ষা উপকরণ পেয়ে আনন্দ প্রকাশ করে এবং জেলা প্রশাসকের প্রতি কৃতজ্ঞতা জানান।
এ ধরনের কার্যক্রম শিক্ষার্থীদের অনুপ্রাণিত করবে, পাশাপাশি পরিবেশ রক্ষার প্রতি সচেতনতা বৃদ্ধি করবে বলে অভিমত ব্যক্ত করেন বক্তারা।
সার্বিকভাবে জেলা প্রশাসকের এ পরিদর্শন ঝিনাইগাতী উপজেলার প্রশাসনিক কার্যক্রমকে আরও গতিশীল করবে এবং শিক্ষা ক্ষেত্রে নতুন দিগন্ত উন্মোচন করবে বলে স্থানীয়রা আশা প্রকাশ করেন।