রাণীনগর (নওগাঁ) প্রতিনিধি:
নওগাঁর রাণীনগরে অটো ভ্যানগাড়ির ধাক্কায় সাখওয়াত (৬) নামে এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার সকালে উপজেলার পূর্ব বালুভরা পেট্রোলপাম্প এলাকার রাণীনগর-আবাদপুকুর সড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহত শিশু সাখওয়াত নওগাঁ সদর উপজেলার মকরামপুর গ্রামের হাসান আলীর ছেলে। কয়েকদিন আগে সে রাণীনগর উপজেলার পূর্ব বালুভরা গ্রামে নানা মঞ্জুর বাড়িতে বেড়াতে আসে।
প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে নানার বাড়ির সামনে সড়কের পাশে খেলাধুলা করার সময় হঠাৎ সাখওয়াত সড়ক পার হতে গেলে যাত্রীবাহী একটি অটো ভ্যানগাড়ি তাকে ধাক্কা দেয়। এতে গুরুতর আহত হয়ে সাখওয়াত সড়কে পড়ে যায় এবং ভ্যানগাড়ির চাকার নিচে পড়ে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়। স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে রাণীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক শিশুটিকে মৃত ঘোষণা করেন।
এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। প্রতিবেশী ও স্বজনরা জানান, সক্রিয় ও প্রাণবন্ত শিশুটির এমন মৃত্যু পরিবার ও গ্রামবাসীকে হতবিহ্বল করে দিয়েছে।
রাণীনগর থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল হাফিজ মো. রায়হান দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে বলেন, “সড়ক দুর্ঘটনায় এক শিশুর মৃত্যু হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।”