আবুল হাশেম
রাজশাহী ব্যুরোঃ
রাজশাহীর বাঘা উপজেলার পাকুড়িয়া ইউনিয়নের আলাইপুর গ্রামের কৃতী সন্তান অর্ণব হাসান রতন ৪৮তম বিসিএস পরীক্ষায় স্বাস্থ্য ক্যাডারে সুপারিশপ্রাপ্ত হয়েছেন। তার এই সাফল্যে পরিবারসহ পুরো গ্রামবাসী আনন্দিত ও গর্বিত।
অর্ণব ২০১৭ সালে কেশবপুর হাই স্কুল অ্যান্ড কলেজ থেকে এসএসসি এবং ২০১৯ সালে নিউ গভঃ ডিগ্রি কলেজ থেকে এইচএসসি সম্পন্ন করেন। পরে মেডিকেল ভর্তি পরীক্ষায় উত্তীর্ণ হয়ে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ, বগুড়ায় ভর্তি হন এবং সফলভাবে এমবিবিএস ডিগ্রি অর্জন করেন।
অর্ণবের বাবা মো. সুন্টু আলী একজন রিকশাচালক এবং মা মোসা. চিনুয়ারা বেগম গৃহিণী। সীমিত সুযোগ-সুবিধার মধ্যেও অর্ণব কঠোর পরিশ্রম, মেধা ও আত্মবিশ্বাসের জোরে এ সাফল্য অর্জন করেছেন।
অর্ণবের বড় ভাই কৃষিবিদ মো. জিনারুল ইসলাম বর্তমানে শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত। তিনি তাদের দুই ভাইয়ের পাশে থাকা সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে সবার দোয়া চেয়েছেন।
দুই ভাইয়ের এই সাফল্য প্রমাণ করেছে, গ্রামীণ পরিবেশ কিংবা আর্থিক সীমাবদ্ধতা কোনো বাধা নয়—মেধা, অধ্যবসায় ও নিষ্ঠা থাকলে বড় অর্জন সম্ভব।