আশিকুর রহমান, গাজীপুর :
আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে গাজীপুর-৬ আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী ও স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি আরিফ হোসেন হাওলাদারের সঙ্গে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (১২ সেপ্টেম্বর) বিকেলে গাজীপুর মহানগরের ৫০ নং ওয়ার্ড বিএনপির উদ্যোগে গাজীপুরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে এ সভার আয়োজন করা হয়। সভায় সভাপতিত্ব করেন মহানগর স্বেচ্ছাসেবক দলের সাবেক সহ-সাধারণ সম্পাদক হাফিজ উদ্দিন ভূঁইয়া এবং সঞ্চালনা করেন ৫০ নং ওয়ার্ড বিএনপির স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক আমজাদ হোসেন সরকার।
প্রধান অতিথির বক্তব্যে আরিফ হোসেন হাওলাদার বলেন, গাজীপুর-৬ একটি নতুন আসন, যা নির্বাচন কমিশনের মাধ্যমে সৃষ্টি হয়েছে। তিনি ছাত্রদল থেকে রাজনৈতিক জীবন শুরু করে টঙ্গী সরকারি কলেজ ছাত্র সংসদের জিএস নির্বাচিত হওয়ার পর থেকে নিয়মিতভাবে বিএনপির আন্দোলন ও কর্মসূচিতে সক্রিয় থাকার অভিজ্ঞতা তুলে ধরেন। একই সঙ্গে বারবার গ্রেফতার, কারাবরণ ও নির্যাতনের ঘটনাও উল্লেখ করেন।
তিনি আরও বলেন, “যদি ক্লিন ইমেজ ও ত্যাগী কর্মীর খোঁজ করা হয়, তবে আমার নাম আলোচনায় আসবে। আমি ১৫ বছর ধরে দলের প্রতি নিবেদিত থেকেছি এবং কোনো আপস না করে ফ্যাসিস্ট সরকারের বিরুদ্ধে সংগ্রাম চালিয়ে যাচ্ছি। তাই গাজীপুর-৬ আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশা করছি।”
আরিফ হোসেন হাওলাদার নেতাকর্মীদের উদ্দেশে বলেন, জনগণের অধিকার প্রতিষ্ঠা ও গণতন্ত্র পুনরুদ্ধারে ঐক্যবদ্ধ হতে হবে। বেগম খালেদা জিয়া ও তারেক রহমান যাকে ধানের শীষ প্রতীক দেবেন, সবাইকে তার পক্ষে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।
সভায় টঙ্গী পূর্ব থানা বিএনপির আহ্বায়ক আরিফুল হক সুবেল, টঙ্গী পশ্চিম থানা বিএনপির আহ্বায়ক আবু বক্কর সিদ্দিক, কাজী কিবরিয়া, বিল্লাল হোসেন, মিজানুর রহমান পাভেল, মনির হোসেনসহ স্থানীয় বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
স্থানীয় নেতারা আরিফ হোসেন হাওলাদারের মনোনয়ন প্রত্যাশাকে স্বাগত জানিয়ে সর্বাত্মক সমর্থনের আশ্বাস দেন। প্রাণবন্ত ও শান্তিপূর্ণ পরিবেশে সভাটি সম্পন্ন হয়।