আবুল হাশেম,
রাজশাহী ব্যুরোঃ
নওগাঁ সদর উপজেলার ভাবানীপুর কাঠালতলী মোড়ে স্ত্রীর ওপর স্বামীর নৃশংস ছুরিকাঘাতে হত্যার চাঞ্চল্যকর ঘটনায় দেশজুড়ে ব্যাপক আলোড়ন সৃষ্টি হয়েছে। এ ঘটনায় দায়ের করা মামলার মূলহোতা আসামি মো. তানভীর চৌধুরী (২৬) কে মাত্র ২২ ঘণ্টার মধ্যে র্যাবের যৌথ অভিযানে গ্রেফতার করা হয়েছে।
মামলার এজাহার সূত্রে জানা যায়, নিহত নারী প্রায় পাঁচ বছর আগে প্রথম স্বামী মাসুদকে তালাক দিয়ে তানভীরকে বিয়ে করেন। তবে বিয়ের পরপরই তানভীরের পূর্বের স্ত্রী ও সন্তান থাকার বিষয়টি জানাজানি হলে তাদের মধ্যে দাম্পত্য কলহ দেখা দেয়। এ কারণে প্রথমে তালাক হয়। পরে গত ২০ ফেব্রুয়ারি ২০২৫ সালে নওগাঁ আদালতে কোর্ট ম্যারেজের মাধ্যমে তারা পুনরায় বিবাহবন্ধনে আবদ্ধ হন।
কিন্তু মাদকাসক্ত স্বভাব ও আগের স্ত্রীর সাথে যোগাযোগের কারণে আবারও দাম্পত্য জীবনে অশান্তি দেখা দেয়। এক পর্যায়ে ভিকটিম আদালতে যৌতুক নিরোধ আইন ও খোরপোষ মামলা দায়ের করেন।
এরই ধারাবাহিকতায় গত ১১ সেপ্টেম্বর সকাল সাড়ে ৯টার দিকে ভিকটিম কোর্টে হাজিরা দিতে যাওয়ার পথে ভাবানীপুর কাঠালতলী মোড়ে পৌঁছালে পূর্ব থেকে ওঁত পেতে থাকা তানভীর ও তার সহযোগীরা মামলা তুলে নিতে এবং সতিনকে মেনে নিতে চাপ দেয়। ভিকটিম রাজি না হলে তানভীর ধারালো ছুরি দিয়ে এলোপাথাড়ি আঘাত করে গুরুতর জখম করে। স্থানীয়রা উদ্ধার করে নওগাঁ সদর হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
চাঞ্চল্যকর এ ঘটনায় নিহতের মা বাদী হয়ে নওগাঁ সদর মডেল থানায় একটি হত্যা মামলা দায়ের করেন (মামলা নং-২৮, তারিখ: ১২/০৯/২০২৫, ধারা ৩০২/৩৪ পেনাল কোড ১৮৬০)।
পরে র্যাব-৫, সদর কোম্পানি রাজশাহী এবং র্যাব-৯, সদর কোম্পানি সিলেট যৌথ অভিযান চালায়। গোপন সংবাদের ভিত্তিতে শনিবার (১৩ সেপ্টেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টায় সিলেটের জৈন্তাপুর উপজেলার চৈলাখেল নিজপাট গ্রামে অভিযান চালিয়ে হত্যায় ব্যবহৃত প্রাইভেট কারসহ মূলহোতা তানভীর চৌধুরীকে গ্রেফতার করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে তানভীর হত্যার দায় স্বীকার করেছে। পরবর্তীতে তাকে নওগাঁ সদর মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।