জামালপুর প্রতিনিধি:
জামালপুরের ইসলামপুরে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উৎসবমুখর পরিবেশে পালিত হয়েছে।
১৯৭৮ সালের ১ সেপ্টেম্বর শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বিএনপি প্রতিষ্ঠা করেন। তিনি ছিলেন দলের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান।
বুধবার বিকেলে ইসলামপুর সরকারি বিশ্ববিদ্যালয় কলেজ মাঠ থেকে এক বর্ণাঢ্য শোভাযাত্রার আয়োজন করা হয়। কুলকান্দি ইউনিয়নের কৃতি সন্তান, বর্ষীয়ান রাজনীতিবিদ ও বিএনপি স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খানের ছোট ভাই, বিশিষ্ট ব্যবসায়ী, শিক্ষানুরাগী, সমাজসেবক এবং যুবসমাজের অহংকার শরিফুল ইসলাম খান ফরহাদের নেতৃত্বে মিছিলটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে ঐতিহাসিক বটতলা চত্বরে এক সমাবেশে মিলিত হয়।
সমাবেশে বক্তব্য রাখেন বিএনপি’র মনোনয়ন প্রত্যাশী ফরহাদ খান। তিনি বলেন, “১৯৭৮ সালের ১ সেপ্টেম্বর শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান দেশপ্রেম, গণতন্ত্র, জাতীয় স্বাধীনতা ও জনগণের অধিকার প্রতিষ্ঠার অঙ্গীকার নিয়ে বিএনপি প্রতিষ্ঠা করেন। তার আদর্শ বাস্তবায়নে আমি কাজ করে যাচ্ছি। ইসলামপুরবাসী সুযোগ দিলে অনিয়ম-দুর্নীতি ও চাঁদাবাজ মুক্ত সমাজ গঠন, নদী ভাঙন রোধ, শিক্ষা ব্যবস্থার উন্নয়নসহ ইসলামপুর উপজেলার সার্বিক উন্নয়নে কাজ করবো।”
তিনি আরও বলেন, “৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকীতে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আত্মার মাগফিরাত কামনা করছি। দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা এবং দেশনায়ক তারেক রহমানের দীর্ঘায়ু কামনা করছি। একইসাথে গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠার সংগ্রামে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে।”
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন—উপজেলা বিএনপি’র যুগ্ম সাধারণ সম্পাদক শফিউল্লাহ বুলবুল, বেলগাছা ইউনিয়ন বিএনপি’র সাবেক সভাপতি নুর আলম, পৌর বিএনপি’র সহ-সভাপতি মোজাম্মেল হক, কুলকান্দি ইউনিয়ন ছাত্রদলের সাবেক সভাপতি আনোয়ার হোসেন পল্টন, জেলা ছাত্রদলের সাবেক বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক জাকারিয়া মন্ডল, উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক পনির আহমেদ, কুলকান্দি ইউনিয়ন বিএনপি’র যুগ্ম সাধারণ সম্পাদক হাসান মাহাবুবুর রহমান স্বপন, পৌর বিএনপি’র সদস্য কামরুল খান, কুলকান্দি ইউনিয়ন ছাত্রদলের সিনিয়র সহ-সভাপতি মাহমুদুল হাসান সোহাগ, কলেজ ছাত্রদলের সহ-সভাপতি মো. পিয়াস পল্লবসহ বিভিন্ন ইউনিয়নের অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।