ফরিদ মিয়া
নান্দাইল (ময়মনসিংহ) প্রতিনিধি:
মাদক নির্মূলে অভিভাবকদের সচেতন হওয়ার আহ্বান জানিয়েছেন নান্দাইল উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) সারমিনা সাত্তার।
নিজের অফিসিয়াল ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে তিনি লিখেছেন—সন্তান হঠাৎ করেই একদিনে মাদকাসক্ত হয়ে পড়ে না। তাই প্রতিটি অভিভাবককে সন্তানের চলাফেরা ও আচার-আচরণ বিষয়ে সতর্ক থাকতে হবে। স্কুল ও প্রাইভেট ক্লাশ কখন শেষ হয়, সন্তান নিয়মিত শিক্ষা প্রতিষ্ঠানে যাচ্ছে কি না, কার সঙ্গে মিশছে এবং কোথায় আড্ডা দিচ্ছে—এসব বিষয়ে সজাগ থাকার পরামর্শ দেন তিনি।
ইউএনও সারমিনা সাত্তার উল্লেখ করেন, একজন মাদকাসক্ত সন্তানের চেয়ে বড় অভিশাপ আর কিছু হতে পারে না। নান্দাইলের যেসব স্থানে মাদক সংক্রান্ত কার্যক্রম চলছে সেসব তথ্য দিয়ে প্রশাসনকে সহযোগিতা করার আহ্বান জানান তিনি।
তিনি আরও বলেন, নান্দাইলকে মাদকমুক্ত করতে হলে সবাইকে এগিয়ে আসতে হবে। “মাদকের বিরুদ্ধে না বলুন”—এই স্লোগানকে সামনে রেখে উপজেলা প্রশাসনের মাদকবিরোধী অভিযান চলমান থাকবে।
মাদক গ্রহণ ও কেনাবেচার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলেও সতর্ক করেন ইউএনও সারমিনা সাত্তার।