শেরপুরের নালিতাবাড়ী উপজেলায় এবি পার্টির উদ্যোগে একটি পরামর্শ ও কর্মি সভা অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (১৪ সেপ্টেম্বর) রাতে নালিতাবাড়ী পৌরশহরের আড়াই আনী বাজারের অস্থায়ী কার্যালয়ে এবি পার্টির কার্যক্রম পরিচালনার জন্য এই মতবিনিময় সভার আয়োজন করা হয়।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আসন্ন সংসদ নির্বাচনে শেরপুর-২ (নকলা-নালিতাবাড়ী) আসনে এবি পার্টির মনোনীত এমপি প্রার্থী, উপজেলা এবি পার্টির আহ্বায়ক, নালিতাবাড়ীর কৃতিসন্তান, সমাজসেবক ও শিক্ষানুরাগী মাওলানা মো. আব্দুল্লাহ বাদশা। তিনি নেতাকর্মীদের সঙ্গে পরামর্শ বিনিময় ও দলীয় কার্যক্রম সমন্বয়ের ওপর গুরুত্বারোপ করেন।
সভায় পৌরসভা সাবেক কাউন্সিলর মো. সুরুজ্জামান মিয়ার সভাপতিত্বে এবি পার্টির বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।