জয়পুরহাটের পাঁচবিবিতে কম্পিউটার ল্যাব অপারেটর ও দৈনিক মুক্তবার্তার পাঁচবিবি প্রতিনিধি সাইদার ইসলামের ওপর চাঁদা দাবির অভিযোগে হামলার ঘটনা ঘটেছে। ধরঞ্জী ইউনিয়নের ইউপি সদস্য শফিকুল ইসলাম ও তার লোকজন দুই লাখ টাকা চাঁদা না পাওয়ায় মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১০টায় রতনপুর উচ্চ বিদ্যালয়ে প্রবেশ করে সাইদার ইসলামের ওপর এলোপাতারি মারধর করে।
হামলাকারীরা তাকে টেনেহিঁচড়ে বিদ্যালয়ের প্রধান শিক্ষকের অফিস রুমে নিয়ে গিয়ে পুনরায় মারধর করে। গুরুতর আহত অবস্থায় তাকে বিদ্যালয়ের শিক্ষকরা উদ্ধার করে জয়পুরহাট আধুনিক হাসপাতালে ভর্তি করান।
এ ঘটনায় সাইদারের স্ত্রী সাবিহা সুলতানা পাঁচবিবি থানায় এজাহার দায়ের করেছেন। পুলিশ ২ নং আসামী শফিকুল মেম্বারের ছেলে রাকিবুল ইসলাম (২১) কে আটক করেছে, তবে প্রধান আসামী শফিকুল ইসলাম পলাতক রয়েছেন।
মামলার সূত্রে জানা গেছে, গত ১০ দিন আগে ধরঞ্জী ইউপি মেম্বার শফিকুল ইসলাম কম্পিউটার ল্যাব অপারেটর সাইদারের কাছে দুই লাখ টাকা চাঁদা দাবি করেন। দাবি পূরণ না হওয়ায় তিনি এবং তার সহযোগীরা হত্যার উদ্দেশ্যে হামলা চালান এবং পরিবারের ওপরও ভয়ভীতি সৃষ্টি করেন।
রতনপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ফজলে এলাহী জানান, “সকালে আমরা উপস্থিত থাকাকালে ইউপি সদস্য শফিকুল ইসলাম ও তার ছেলে সাইদারকে লাঠি ও রড দিয়ে মারধর করে। আমরা বাধা দেওয়ার চেষ্টা করলে তারা গুরুতর আহত করে চলে যায়। আমরা শাস্তির দাবি জানাচ্ছি।”
পাঁচবিবি থানার অফিসার ইনচার্জ (ওসি) ময়নুল ইসলাম জানান, “মামলার ২ নং আসামী আটক করা হয়েছে। প্রধান আসামী পলাতক। তদন্ত শেষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।”