ঢাকা, কামরাঙ্গীরচর :
রাজধানীর কামরাঙ্গীরচরে দীর্ঘদিনের যানজট নিরসনে রাস্তা মেরামত, প্রশস্তকরণ ও দখলমুক্ত করার কার্যক্রম চলছে। স্থানীয় জনপ্রতিনিধিদের উদ্যোগে এ কার্যক্রম শুরু হওয়ায় এলাকাবাসীর মধ্যে স্বস্তি ফিরে এসেছে।
৫৭ নং ওয়ার্ড বিএনপির যুগ্ম আহ্বায়ক এইচ সাইফুল ইসলাম জানান, হাজী মোঃ মনির হোসেন চেয়ারম্যানের নির্দেশনায় এলাকায় যানজট নিরসনের লক্ষ্যে রাস্তার উন্নয়নকাজ চলছে। তিনি বলেন, নিজস্ব অর্থায়নে রাস্তার মেরামত, দখল হয়ে যাওয়া অংশ উদ্ধার এবং পুনরায় মাটি ভরাট করে চলাচলের উপযোগী করার কাজ এগিয়ে নেওয়া হচ্ছে।
স্থানীয়দের প্রত্যাশা, এই কার্যক্রম বাস্তবায়ন হলে দীর্ঘদিনের ভোগান্তি দূর হবে এবং স্বাভাবিক যান চলাচল নিশ্চিত হবে।