জামালপুর প্রতিনিধিঃ
জামালপুরে বেসরকারি ক্লিনিক মালিক সমিতি নির্বাচন ২০২৫-এ বিভিন্ন পদের প্রার্থীরা মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। বুধবার দুপুরে জামালপুরের সিভিল সার্জন ডা. মোহাম্মদ আজিজুল হকের নিকট থেকে প্রার্থীরা তাদের মনোনয়নপত্র গ্রহণ করেন।
সভ্যতা অনুযায়ী, সভাপতি পদের জন্য মনোনয়নপত্র সংগ্রহ করেছেন সেন্ট্রাল হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক মোস্তাফিজুর রহমান বাপ্পি ও এবারগ্রী হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক অধ্যক্ষ হারুন অর রশিদ। সাধারণ সম্পাদক পদের জন্য মনোনয়নপত্র সংগ্রহ করেছেন বড়পীর হজরত আব্দুল কাদের জিলানী (রহঃ) জেনারেল হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক এবিএম মাকসুদুর রহমান সোহেল। এছাড়া সাংগঠনিক সম্পাদক পদের জন্য মনোনয়নপত্র সংগ্রহ করেছেন আল রেজা জেনারেল হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক রেজাউল করিম রেজা।
এর আগে মঙ্গলবার সাধারণ সম্পাদক পদের জন্য মনোনয়নপত্র সংগ্রহ করেছিলেন বুলবুল জেনারেল হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক আশরাফুল ইসলাম বুলবুল এবং সাংগঠনিক সম্পাদক পদের জন্য ডক্টর হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক রাশেদুল ইসলাম সবুজ।
মনোনয়নপত্র সংগ্রহের পর প্রার্থীরা বলেন, নির্বাচিত হলে তারা জেলা জুড়ে বেসরকারি হাসপাতালগুলোর পরিবেশ সুস্থ ও সুশৃঙ্খল রাখার জন্য কাজ করবেন। এছাড়া যারা এখনও লাইসেন্সবিহীন, তাদের জন্য লাইসেন্স প্রাপ্তিতে সহযোগিতা করবেন।
জামালপুরের সিভিল সার্জন ডা. মোহাম্মদ আজিজুল হক জানান, আগামী ৪ অক্টোবর উৎসবমুখর পরিবেশে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। এতে জেলার ১৩১ জন বেসরকারি ক্লিনিক মালিক সমিতির সদস্য ভোটাধিকার প্রয়োগ করতে পারবেন। তিনি আরও বলেন, যারা বিদেশে অবস্থান করছেন, তাদের প্রতিনিধির মাধ্যমে ভোট প্রদান করার ব্যবস্থা রয়েছে।