ফরিদ মিয়া, নান্দাইল (ময়মনসিংহ):
ময়মনসিংহের নান্দাইল উপজেলার জামতলা বাজার সংলগ্ন রাস্তায় দীর্ঘদিন ধরে সৃষ্ট জলাবদ্ধতা নিরসনে উদ্যোগ নিয়েছে আলোর ভুবন পাঠাগার।
বাজারের পাশের রাস্তায় ও ছোট ছোট গর্তে জমে থাকা পানির সমস্যার সমাধানে সংগঠনটি বিশেষ পানি নিষ্কাশন কার্যক্রম হাতে নেয়। বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) মোট ১৮টি নির্ধারিত পয়েন্টে পানি নিষ্কাশনের কাজ সম্পন্ন করা হয়।
স্থানীয় ব্যবস্থাপনায় পরিচালিত এই কার্যক্রমের মাধ্যমে এলাকাবাসীকে দীর্ঘদিনের ভোগান্তি থেকে মুক্তি দিতে উদ্যোগ নেয় সংগঠনটি। বর্ষা মৌসুমে জমে থাকা পানির কারণে বাজারের রাস্তাঘাট প্রায়ই চলাচলের অনুপযোগী হয়ে পড়ত।
এলাকাবাসী স্বস্তি প্রকাশ করে বলেন,
"অবশেষে আমাদের সমস্যা সমাধানের পথে পদক্ষেপ নেওয়া হয়েছে। এতে অনেকটাই স্বস্তি মিলবে।"
আলোর ভুবন পাঠাগারের প্রতিষ্ঠাতা সভাপতি মোঃ ফাইজুল ইসলাম বলেন,
"জনসাধারণের চলাফেরায় কষ্ট দেখে আমরা এই উদ্যোগ নিয়েছি। সেই সাথে রাস্তাটি সংস্কারে উপজেলা নির্বাহী অফিসারের হস্তক্ষেপ কামনা করছি।"
তিনি আরও কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন,
"এই কাজে যারা সহযোগিতা করেছেন—রফিক, জিহাদ, সাদ্দাম, ইয়াসিন, জুবায়ের, রাজিব ও জিসান—তাদের আন্তরিক ধন্যবাদ জানাই।"