বরিশাল প্রতিনিধি/
বরিশালের বাকেরগঞ্জ উপজেলার নিয়ামতিতে অবস্থিত সিএনবি ডিগ্রি কলেজে (চামটা, নিয়ামতি, বিবিচিনি) নবীনবরণ ২০২৫ অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৭ সেপ্টেম্বর) সকাল ১০টায় কলেজ ক্যাম্পাসে এ অনুষ্ঠান শুরু হয়।
নবাগত শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ করে নেন সাবেক ছাত্র-ছাত্রী, শিক্ষকবৃন্দ, বিশেষ অতিথি এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিরা। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত ও গীতা পাঠের মাধ্যমে আনুষ্ঠানিকতা শুরু হয়। এরপর সংগীত পরিবেশন করেন সাবেক ছাত্র-ছাত্রী ও শিক্ষকরা।
অনুষ্ঠানের সভাপতিত্ব করেন ভারপ্রাপ্ত অধ্যক্ষ বিপ্লব মিত্র হালদার। অনুষ্ঠান সঞ্চালনা করেন সহকারী অধ্যাপক মোঃ ফজলুর রহমান ফুল এবং সিথি সাহা। এ সময় কলেজের শিক্ষকবৃন্দ ও সাবেক অধ্যক্ষ মোঃ জামাল হোসেনসহ উপস্থিত ছিলেন বিভিন্ন প্রভাষক ও সহযোগী শিক্ষকরা।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পার্শ্ববর্তী মাধ্যমিক ও প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও সাবেক শিক্ষাবিদরা। এছাড়াও স্থানীয় জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ, সামাজিক সংগঠনের প্রতিনিধি ও পূবালী ব্যাংক পিএলসির শাখা ব্যবস্থাপক উপস্থিত ছিলেন।
বক্তারা শিক্ষার গুরুত্ব তুলে ধরে বলেন, শিক্ষা এমন একটি শক্তি যা সমাজ ও জাতিকে এগিয়ে নিতে পারে। নতুন শিক্ষার্থীদের উদ্দেশে তারা বলেন, “আজ থেকে শুরু হলো নতুন জীবন—এই শিক্ষাজীবনের প্রতিটি মুহূর্ত কাজে লাগিয়ে নিজেদের পাশাপাশি দেশ ও জাতিকে উপকৃত করতে হবে।”
শেষে সবাইকে সঙ্গে নিয়ে প্রতিবছরের মতো অনুষ্ঠান আয়োজন অব্যাহত রাখার অঙ্গীকারের মাধ্যমে নবীনবরণ অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।