মোঃ মোস্তাইন বিল্লাহ, দেওয়ানগঞ্জ প্রতিনিধি:
জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলার সানন্দবাড়ী প্রেসক্লাব কার্যালয়ে বুধবার (১৭ সেপ্টেম্বর) সন্ধ্যায় ইউপি সদস্যদের নিয়ে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় সাংবাদিকতা, সমাজ উন্নয়ন ও স্থানীয় সমস্যাগুলো নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা হয়।
প্রেসক্লাবের সাধারণ সম্পাদক রশিদুল আলম শিকদারের সঞ্চালনায় মতবিনিময় সভায় বক্তব্য রাখেন চরআমখাওয়া ইউনিয়ন পরিষদের সদস্য বাবুল আক্তার, ইউপি সদস্য রফিকুল ইসলাম, সানন্দবাড়ী অথেনটিক সেন্ট্রাল স্কুলের প্রধান শিক্ষক ও সাংবাদিক মোস্তাইন বিল্লাহসহ আরও অনেকে।
বক্তারা বলেন, সাংবাদিকরা সমাজের দর্পণ ও জাতির বিবেক। তাদের লেখনীর মাধ্যমে সমাজের অসঙ্গতি যেমন প্রকাশ পায়, তেমনি ইতিবাচক কর্মকাণ্ডও মানুষের সামনে তুলে ধরা হয়। একটি সুস্থ, সুন্দর ও সমৃদ্ধ সমাজ গঠনে সাংবাদিক ও সুশীল সমাজের ঐক্যবদ্ধ প্রচেষ্টা অপরিহার্য।
সভায় আরও আলোচনা করা হয় সানন্দবাড়ী ও চরআমখাওয়া ইউনিয়নের শিক্ষা, সংস্কৃতি, অবকাঠামো উন্নয়ন এবং বিভিন্ন সামাজিক সমস্যা নিয়ে। বক্তারা স্থানীয় ঐতিহ্য রক্ষা ও উন্নয়নমূলক কার্যক্রম এগিয়ে নিতে সাংবাদিকদের সহযোগিতার ওপর গুরুত্বারোপ করেন।
অংশগ্রহণকারীরা আশা প্রকাশ করেন, এই মতবিনিময় সভা সাংবাদিক ও জনপ্রতিনিধিদের মধ্যে পারস্পরিক সহযোগিতা বাড়াবে এবং স্থানীয় উন্নয়ন কর্মকাণ্ডকে আরও গতিশীল করবে।