আবুল হাশেম, রাজশাহী ব্যুরো :
গরিব ও অসহায় মানুষের মাঝে খাদ্যসহ মানবিক সহায়তা প্রদান করেছে স্বেচ্ছাসেবী সংগঠন ভলেন্টিয়ার অফ রাজশাহী। ২০২৪ সালের ৫ আগস্ট থেকে সংগঠনটি রাজশাহীর বিভিন্ন এলাকায় নিয়মিতভাবে খাদ্য বিতরণ ও সহযোগিতা কার্যক্রম চালিয়ে আসছে।
সংগঠনের সদস্যরা জানিয়েছেন, তারা শুধু খাদ্য বিতরণেই সীমাবদ্ধ নন; বরং সমাজের সুবিধাবঞ্চিত মানুষের কল্যাণে এবং রাজশাহী শহরের উন্নয়নে নানামুখী কার্যক্রম পরিচালনা করছেন। এর মধ্যে রয়েছে—পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান, রক্তদান কর্মসূচি, দরিদ্র শিক্ষার্থীদের সহযোগিতা, পরিবেশ সচেতনতা সৃষ্টি এবং সামাজিক উন্নয়নমূলক কার্যক্রম।
সংগঠনের নেতৃবৃন্দ বলেন, “আমাদের মূল লক্ষ্য হলো সমাজের অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের মুখে হাসি ফোটানো। সেই উদ্দেশ্যেই আমরা কাজ করছি। ভবিষ্যতে আরও বৃহৎ পরিসরে মানুষের পাশে দাঁড়ানোর পরিকল্পনা রয়েছে আমাদের।”