আমিরুল ইসলাম, শেরপুর প্রতিনিধি:
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে শেরপুরের নালিতাবাড়ীতে গণসংযোগ ও লিফলেট বিতরণ কর্মসূচি পালন করেছে এবি পার্টি।
শুক্রবার (১৯ সেপ্টেম্বর) রাতে নালিতাবাড়ী পৌরশহরের অস্থায়ী কার্যালয় থেকে শুরু হয়ে উপজেলার আড়াই আনী বাজার এলাকায় লিফলেট বিতরণ ও গণসংযোগ করেন এবি পার্টির নেতাকর্মীরা।
এ সময় শেরপুর-২ (নকলা-নালিতাবাড়ী) আসনে এবি পার্টির মনোনীত সংসদ সদস্য প্রার্থী, উপজেলা এবি পার্টির আহ্বায়ক, নালিতাবাড়ীর কৃতিসন্তান, বিশিষ্ট সমাজসেবক ও শিক্ষানুরাগী মাওলানা মো. আব্দুল্লাহ স্থানীয় ব্যবসায়ী ও সাধারণ ভোটারদের সাথে কুশল বিনিময় করেন।
গণসংযোগ কর্মসূচিতে উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের বিভিন্ন স্তরের নেতাকর্মীরাও অংশ নেন।