আমিরুল ইসলাম, শেরপুর প্রতিনিধি :
শেরপুরের নকলা উপজেলায় এবি পার্টির উদ্যোগে যোগদান অনুষ্ঠান ও আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। শনিবার রাতে নকলা উপজেলায় আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে এবি পার্টিতে যোগদান করেন মাওলানা মাহমুদুল হাসান, রাশিদুজ্জামান, মমিনুল ইসলাম, মোজাম্মেল হক, আনারুল ইসলামসহ স্থানীয় আরও কয়েকজন। যোগদানকারীদের অভিনন্দন ও শুভেচ্ছা জানান নকলা-নালিতাবাড়ী আসনের এমপি পদপ্রার্থী এবং জেলা এবি পার্টির যুগ্ম আহ্বায়ক মাওলানা আব্দুল্লাহ বাদশা।
পরে এবি পার্টির নকলা উপজেলার নতুন আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়। এতে মাওলানা মাহমুদুল হাসানকে আহ্বায়ক এবং রাশিদুজ্জামানকে সদস্য সচিব করা হয়। তাদের দ্রুত পূর্ণাঙ্গ উপজেলা ও পৌর কমিটি গঠনের দায়িত্ব দেওয়া হয়েছে।
এসময় নালিতাবাড়ী ও নকলা উপজেলা এবি পার্টির অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।