ফরিদ মিয়া, নান্দাইল (ময়মনসিংহ) প্রতিনিধি :
মাদক ও জুয়া নিয়ন্ত্রণে নান্দাইল উপজেলা প্রশাসন এক কার্যকর পদক্ষেপ হাতে নিয়েছে। উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) সারমিনা সাত্তার জানিয়েছেন, উপজেলার ১৩টি ইউনিয়ন ও পৌরসভার সবগুলো ওয়ার্ডে পৃথক স্বেচ্ছাসেবী দল গঠন করা হবে।
এই স্বেচ্ছাসেবী দলগুলো সংশ্লিষ্ট এলাকায় মাদক ও জুয়ার বিস্তার রোধে প্রশাসনকে তথ্য সরবরাহ করবে এবং প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণে সহযোগিতা করবে। এতে স্থানীয়ভাবে অপরাধ নিয়ন্ত্রণ আরও সহজ হবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন ইউএনও।
তিনি জানান, এসব কমিটিতে অন্তর্ভুক্ত করা হবে গণ্যমান্য ব্যক্তি, জনপ্রতিনিধি, মুক্তিযোদ্ধা, সাংবাদিক, রাজনৈতিক দলের প্রতিনিধি, শিক্ষক, ছাত্র প্রতিনিধি এবং স্বেচ্ছাসেবকদের। সমাজের বিভিন্ন স্তরের মানুষকে সম্পৃক্ত করে একটি সমন্বিত প্রতিরোধ ব্যবস্থা গড়ে তোলা সম্ভব হবে।
উপজেলা নির্বাহী অফিসারের অফিসিয়াল ফেসবুক আইডি থেকে দেওয়া এক পোস্টে বলা হয়, নান্দাইলকে মাদকমুক্ত, শান্তিপূর্ণ ও নিরাপদ সমাজ হিসেবে গড়ে তুলতে প্রশাসনের একার পক্ষে সম্ভব নয়। এজন্য প্রয়োজন জনগণের সক্রিয় অংশগ্রহণ। স্বেচ্ছাসেবী কমিটি গঠনের মাধ্যমে জনগণ ও প্রশাসনের মধ্যে একটি সেতুবন্ধন তৈরি হবে।
নান্দাইল উপজেলায় দীর্ঘদিন ধরেই মাদক সমস্যা একটি সামাজিক ব্যাধি হিসেবে বিরাজ করছে। প্রশাসনের নানা উদ্যোগ থাকলেও শতভাগ সাফল্য আসেনি। তবে সচেতন মহলের ধারণা, স্থানীয়দের সম্পৃক্ত করার এ উদ্যোগ কার্যকর ভূমিকা রাখবে।
প্রশাসনের প্রত্যাশা, এই উদ্যোগ বাস্তবায়িত হলে মাদক ও জুয়া নিয়ন্ত্রণে দৃশ্যমান পরিবর্তন আসবে। একই সঙ্গে তরুণ প্রজন্মকে অপরাধ থেকে রক্ষা করে একটি মাদকমুক্ত সমাজ গঠনে এটি হবে টেকসই সমাধান।