আশিকুর রহমান, গাজীপুর:
গাজীপুরের টঙ্গীর কেরানীর টেক বস্তিতে অভিযান চালিয়ে শীর্ষ মাদক কারবারি রুনা (৩০) ও তার তিন সহযোগীকে গ্রেফতার করেছে টঙ্গী পূর্ব থানা পুলিশ। এসময় তাদের কাছ থেকে ৭০ গ্রাম হেরোইন এবং ১২০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
রবিবার দিবাগত রাতে এই অভিযান পরিচালিত হয়। সোমবার দুপুরে গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে আদালতে প্রেরণ করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন— কেরানীর টেক বস্তির আব্দুল কাদিরের মেয়ে রুনা, ইসমাইলের ছেলে আলপিন ওরফে সুমন (২০), মৃত জাহিদুলের ছেলে তারেক (২০) ও আনোয়ারের ছেলে সুজন (৩৪)।
পুলিশ জানায়, দীর্ঘদিন ধরে রুনা সীমান্ত এলাকা থেকে মাদক সংগ্রহ করে টঙ্গী ও আশপাশের এলাকায় পাইকারি ও খুচরা বিক্রি করছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে সহযোগীদের সঙ্গে আটক করা হয়।
স্থানীয়রা জানান, রুনা কেরানীর টেক বস্তির শীর্ষ মাদক কারবারি। তাদের অবৈধ ব্যবসার বিরুদ্ধে প্রতিবাদ করতে গিয়ে অনেকে মিথ্যা মামলা ও হামলার শিকার হয়েছেন। রুনার গ্রেফতারে স্থানীয়রা স্বস্তি প্রকাশ করেছেন এবং দ্রুত অন্যান্য সহযোগীদেরও আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন।
টঙ্গী পূর্ব থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: ওয়াহিদুজ্জামান বলেন, “গ্রেফতারকৃত রুনা টঙ্গী অঞ্চলের চিহ্নিত শীর্ষ মাদক কারবারি। তার বিরুদ্ধে টঙ্গী পূর্ব ও পশ্চিমসহ বিভিন্ন থানায় ডজনখানেক মামলা রয়েছে। তাদের বিরুদ্ধে মামলা দায়ের করে আদালতে পাঠানো হয়েছে।”