রাণীনগর (নওগাঁ) প্রতিনিধি:
নওগাঁর রাণীনগরে গ্রাম্য সালিশে হাজির না হওয়ায় একটি বাড়িতে হামলা চালিয়ে ভাঙচুর ও পরিবারের সদস্যদের তালাবদ্ধ করার অভিযোগ উঠেছে। এ সময় হামলাকারীরা বাড়ির বিদ্যুতের সংযোগ বিচ্ছিন্ন করে, দু’টি বৈদ্যুতিক মিটার ভাঙচুর করে এবং পানির লাইন বন্ধ করে দেয়।
রোববার রাতে উপজেলার রঞ্জনিয়া গ্রামের রশিদুল ইসলামের বাড়িতে এই ঘটনা ঘটে। সোমবার দুপুরে থানায় লিখিত অভিযোগ দাখিল করার পর দুপুর ১টার দিকে রাণীনগর থানা পুলিশ পরিবারের সদস্যদের তালাবদ্ধ অবস্থান থেকে মুক্ত করে।
ভুক্তভোগী রশিদুল ইসলামের ভাই নিকিদুল ইসলাম জানান, তার বড় ভাই রেজাদুল ইসলাম ও ভাবির মধ্যে মনোমানিল্য থাকার কারণে দীর্ঘ দেড় বছর ধরে ভাবি বাবার বাড়িতে অবস্থান করছিলেন। চলতি মাসের ৭ তারিখে বাবা আলেফ হোসেন মারা গেলে দাফন-কাফনের জন্য ভাবি বাড়িতে উঠতে চাইলে পরিবারের সদস্যরা বাধা দেন। এর পর বিবাদ এবং মারপিটের ঘটনায় রোববার বিকেলে খবর দেওয়া হয় যে রাতে গ্রামে সালিশ হবে।
নিকিদুল আরও জানান, সালিশে হাজির না হওয়ায় ইউনুস আলী, ফিরোজ হোসেন, আতোয়ার হোসেনসহ কয়েকজন গ্রামবাসী বাড়িতে হামলা চালায়। ৯৯৯-এ ফোন করলে পুলিশ রাত ১টার দিকে এসে পরিস্থিতি শান্ত করে। পরে রাত ৩টার দিকে হামলাকারীরা বিদ্যুতের সংযোগ বিচ্ছিন্ন করে, মিটার ভাঙচুর ও পানির লাইন বন্ধ করে বাড়ির মেইন গেটে তালা দিয়ে পরিবারের সদস্যদের আবদ্ধ রাখে।
গ্রাম্য মাতাব্বর ইউনুস আলী ও আতোয়ার হোসেন জানান, রশিদুলের ভাইয়ের স্ত্রীকে নিয়ে দ্বন্দ্বের জেরে সালিশ ডাকা হয়েছিল। তাদের দাবি, হামলা, ভাঙচুর ও তালাবদ্ধ করা বিষয়টি ঘটেনি, এগুলো মিথ্যা অভিযোগ।
রাণীনগর থানার তদন্ত কর্মকর্তা এসআই জুলফিকার আলী জানান, ঘটনার খবর পেয়ে দুপুর ১টার দিকে ঘটনাস্থলে গিয়ে পরিবারের সদস্যদের আবদ্ধ অবস্থান থেকে মুক্ত করা হয়েছে। পুলিশ পরিদর্শক বাবলু পাল বলেন, লিখিত অভিযোগ পেলে সুষ্ঠু তদন্তের মাধ্যমে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।