মোঃ মোস্তাইন বিল্লাহ, দেওয়ানগঞ্জ প্রতিনিধি:
৫২তম গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলার জিঞ্জিরাম জোনের চূড়ান্ত ফুটবল খেলা (২২ সেপ্টেম্বর) সোমবার সানন্দবাড়ী বহুমুখী উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয়েছে।
ফুটবল খেলায় সানন্দবাড়ী ইসলামিয়া সিনিয়র আলিম মাদ্রাসা দল ৪-২ গোলে ঝাউডাঙ্গা মডেল উচ্চ বিদ্যালয় দলকে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়।
কাবাডিতে তারাটিয়া উচ্চ বিদ্যালয় লংকারচর দাখিল মাদ্রাসা কে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়। দাবায় সানন্দবাড়ী বহুমুখী উচ্চ বিদ্যালয় তারাটিয়া উচ্চ বিদ্যালয় কে হারিয়ে শীর্ষস্থান অর্জন করে।
ছেলেদের হ্যান্ডবলে সানন্দবাড়ী উচ্চ বিদ্যালয় ৫-২ গোলে মৌলভীর চর উচ্চ বিদ্যালয় কে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়। এছাড়া অন্যান্য স্কুলও বিভিন্ন প্রতিযোগিতায় অংশগ্রহণ করে চ্যাম্পিয়ন হয়।
চূড়ান্ত খেলার পরে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন চরআমখাওয়া ইউনিয়ন বিএনপির সিনিয়র সহ-সভাপতি ও সানন্দবাড়ী বালিকা উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আতিকুল রহমান, ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি আরজান আলী, যুগ্ম সাধারণ সম্পাদক শহিদুর রহমান, এবং সানন্দবাড়ী বালিকা উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক শেখ নাজিম উদ্দীন প্রমুখ।
জিঞ্জিরাম জোনের আহ্বায়ক ও সানন্দবাড়ী বহুমুখী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জয়নুল আবেদীন জানান, আগামী ২৪ সেপ্টেম্বর জিঞ্জিরাম জোনের বিজয়ী দলের সঙ্গে ব্রহ্মপুত্র জোনের বিজয়ী দলের মধ্যে উপজেলা পর্যায়ের চূড়ান্ত খেলা দেওয়ানগঞ্জ মাঠে অনুষ্ঠিত হবে।