(নীলফামারী) প্রতিনিধি:
নীলফামারীর ডিমলা উপজেলার সীমান্তবর্তী তিস্তা নদীতে অবৈধভাবে পাথর উত্তোলন বন্ধে বুধবার (২৪ সেপ্টেম্বর) বিশেষ যৌথ অভিযান পরিচালনা করা হয়েছে। উপজেলা প্রশাসন, বিজিবি ও পুলিশের সমন্বয়ে এই অভিযান পরিচালিত হয়।
ডিমলা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ইমরানুজ্জামান নেতৃত্বে টেপাখড়িবাড়ি ইউনিয়নের বার্নিলঘাট এলাকায় অভিযান চালানো হয়। ইউএনও জানান, দীর্ঘদিন ধরে একটি প্রভাবশালী চক্র তিস্তা নদী থেকে অবৈধভাবে পাথর উত্তোলন করছিল। এর ফলে নদীর প্রাকৃতিক ভারসাম্য নষ্ট হচ্ছিল এবং আশপাশের ফসলি জমি হুমকির মুখে পড়ছিল।
অভিযানের সময় অবৈধ পাথর উত্তোলনকারীরা পালিয়ে গেলেও ঘটনাস্থল থেকে ১২টি পাথরবোঝাই নৌকা এবং ৯টি মেশিন জব্দ করা হয়। পরে জব্দকৃত সরঞ্জামগুলো নদীতেই ধ্বংস করা হয়। ইউএনও ইমরানুজ্জামান বলেন, “অবৈধভাবে পাথর উত্তোলনের বিরুদ্ধে আমাদের অভিযান চলমান থাকবে। যেখানেই এমন কার্যক্রমের সন্ধান পাওয়া যাবে, সেখানেই আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।”
তিনি আরও জানান, তিস্তা নদীর প্রাকৃতিক সম্পদ রক্ষা এবং খনি ও খনিজ সম্পদ বিধিমালা-২০১২ সঠিকভাবে প্রয়োগ করাই অভিযানের মূল লক্ষ্য। এ ধরনের কাজ দণ্ডবিধি ১৮৬০-এর ১৮৮ ধারা এবং পরিবেশ সংরক্ষণ আইন, ১৯৯৫ অনুযায়ী দণ্ডনীয় অপরাধ।
অভিযানে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট রওশন কবির, ৫১ বিজিবির বার্নিলঘাট বিওপি ক্যাম্পের সুবেদার রফিকুল ইসলাম, এবং ডিমলা থানা পুলিশের একটি দল।
স্থানীয়রা প্রশাসনের পদক্ষেপে স্বস্তি প্রকাশ করেছেন। তিস্তাপাড়ের বাসিন্দা আব্দুর সালাম বলেন, “অবৈধভাবে পাথর উত্তোলনকারীদের কারণে আমরা চরম ভোগান্তিতে ছিলাম। তারা শুধু নদীর ক্ষতিই নয়, আমাদের ফসলি জমিও নষ্ট করছে।”
অন্য বাসিন্দা সোলেমান মিয়া বলেন, “নিয়মিত অভিযান চালালে প্রভাবশালী সিন্ডিকেট আর নদী থেকে অবৈধভাবে পাথর তুলতে পারবে না। এতে তিস্তা নদীর সম্পদ সংরক্ষিত হবে, ভাঙন কমবে এবং পরিবারগুলোও সুরক্ষিত থাকবে।”
এর আগে স্থানীয় দৈনিকগুলোতে ‘তিস্তাতীরে কান্না, সিন্ডিকেটের উৎসব’ ও ‘তিস্তায় অবৈধভাবে পাথর উত্তোলনে ভাঙন বেড়েছে’ শিরোনামে প্রতিবেদন প্রকাশিত হয়। এরপর থেকে স্থানীয়ভাবে অবৈধ পাথর উত্তোলন বন্ধে কার্যকর পদক্ষেপ নেওয়ার দাবি জোরদার হয়।
স্থানীয়রা আশা করছেন, নিয়মিত অভিযান চালানো হলে নদীর পরিবেশ রক্ষা হবে, তিস্তা নদীর প্রাকৃতিক ভারসাম্য বজায় থাকবে এবং ডিমলার পাথর উত্তোলন সিন্ডিকেটও দমন করা সম্ভব হবে। 