আবুল হাশেম, রাজশাহী ব্যুরো :
রাজশাহীর বাঘা উপজেলার বাউসা ইউনিয়ন বিএনপির সভাপতি রেজাউল করিমের নামে মিথ্যা ও ভিত্তিহীন অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছেন ভুক্তভোগী নিজেই। মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) বিকালে বাউসা বাজার এলাকায় এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন ছাত্রদলের সিনিয়র সহ-সভাপতি রাজিব আহমেদ মন্ডল, বাউসা ইউনিয়ন যুবদলের সাবেক সভাপতি এনামুল হক, সাধারণ সম্পাদক রবিউল ইসলামসহ স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।
লিখিত বক্তব্যে রেজাউল করিম জানান, তিনি মৃত আলহাজ আয়েজ উদ্দিনের পুত্র এবং বর্তমানে বাউসা ইউনিয়ন বিএনপির সভাপতির দায়িত্ব পালন করছেন। সম্প্রতি বাউসা বাজারের কীটনাশক ব্যবসায়ী রবিউল হাসান তাঁর নামে চাঁদা দাবির মিথ্যা অভিযোগ এনে বিভিন্ন মাধ্যমে অপপ্রচার চালাচ্ছেন।
রেজাউল করিম অভিযোগ করেন, “এই অপপ্রচার আমাকে সামাজিক ও রাজনৈতিকভাবে হেয়প্রতিপন্ন করেছে। এর সঙ্গে আমার কোনো সম্পৃক্ততা নেই। মূলত আমাকে রাজনৈতিকভাবে দুর্বল করা ও দলের ভাবমূর্তি ক্ষুণ্ন করার উদ্দেশ্যে কিছু মহল রবিউল হাসানকে ব্যবহার করছে।”
তিনি আরও বলেন, “বিভিন্ন নিউজ পোর্টাল ও গণমাধ্যমে প্রচার করা হচ্ছে যে আমাকে হত্যার পরিকল্পনা করা হয়েছে। এমনকি কল রেকর্ডে শোনা যাচ্ছে, রবিউল হাসান আমাকে হত্যার জন্য ভাড়াটে লোক নিয়োগ করছে। সে একজন কীটনাশক ব্যবসায়ী হলেও অতীতে আওয়ামী লীগের ক্যাডার ও জাল সনদ কারবারের সঙ্গে জড়িত ছিল।”
সংবাদ সম্মেলনে রেজাউল করিম এ ধরনের ভিত্তিহীন তথ্য প্রচারের নিন্দা জানিয়ে দ্রুত প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন। তিনি বলেন, “আমি এ বিষয়ে আইনি পদক্ষেপ গ্রহণ করবো এবং প্রশাসনের প্রতি অনুরোধ জানাই, যেন এসব চক্রান্ত প্রতিহত করে আমাদের রাজনৈতিক কার্যক্রমে স্বাভাবিক পরিবেশ বজায় রাখেন।”