শরিফা বেগম শিউলী, স্টাফ রিপোর্টার
রংপুরের সিনিয়র সাংবাদিক লিয়াকত আলী বাদলকে অপহরণ ও নির্যাতনের ঘটনায় জড়িত আসামীদের দ্রুত গ্রেফতারের দাবিতে পুলিশ কমিশনার কার্যালয় ঘেরাও করে স্মারকলিপি প্রদান করেছেন সাংবাদিকরা। বুধবার (২৪ সেপ্টেম্বর) দুপুরে সম্মিলিত সাংবাদিক সমাজের ব্যানারে আয়োজিত এ কর্মসূচিতে দুই শতাধিক গণমাধ্যমকর্মী অংশ নেন।
সাংবাদিকদের অভিযোগ, বাদলকে সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তার কাছে ক্ষমা চাইতে বাধ্য করার জন্য অপহরণ করে নির্যাতন করা হয়। এ ঘটনায় মামলা হলেও মাত্র দুইজন আসামীকে গ্রেফতার করা হয়েছে, অন্যরা প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছে এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে সাংবাদিকদের বিরুদ্ধে উসকানিমূলক প্রচারণা চালাচ্ছে।
কর্মসূচিতে বক্তব্য রাখেন রংপুর সাংবাদিক ইউনিয়ন-আরপিইউজে সভাপতি সালেকুজ্জামান সালেক, সাধারণ সম্পাদক সরকার মাজহারুল মান্নান, ভুক্তভোগী লিয়াকত আলী বাদলসহ বিভিন্ন সাংবাদিক সংগঠনের নেতারা। তারা তিনদিনের মধ্যে সকল আসামীকে গ্রেফতারের আল্টিমেটাম দেন, অন্যথায় ধারাবাহিক আন্দোলনের হুঁশিয়ারি দেন।
ঘেরাও কর্মসূচিতে এসে পুলিশ কমিশনার মো. মজিদ আলী সাংবাদিকদের হাতে স্মারকলিপি গ্রহণ করেন। তিনি জানান, এ ঘটনায় ইতোমধ্যে দুইজনকে গ্রেফতার করা হয়েছে এবং একজন আসামী আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে। নেপথ্যের কয়েকজনের নামও উঠে এসেছে। বাকিদের দ্রুত গ্রেফতার করে অভিযোগপত্র দাখিলের আশ্বাস দেন তিনি।
স্মারকলিপিতে সাংবাদিকরা স্পষ্টভাবে উল্লেখ করেন, মামলার অন্যান্য নামীয় ও অজ্ঞাত আসামীদের দ্রুত আইনের আওতায় না আনলে এবং সিটি কর্পোরেশনের সংশ্লিষ্ট কর্মকর্তাদের বিরুদ্ধে ব্যবস্থা না নিলে কঠোর কর্মসূচি দেওয়া হবে।
উল্লেখ্য, গত ২১ সেপ্টেম্বর নগরীর কাচারীবাজার থেকে সাংবাদিক লিয়াকত আলী বাদলকে অপহরণ করে সিটি কর্পোরেশনে নিয়ে নির্যাতন করা হয়। তিনি সম্প্রতি “রংপুরে জুলাই যোদ্ধার নামে অটোর লাইসেন্স বাণিজ্য” শিরোনামে সংবাদ প্রকাশ করেছিলেন। সেই প্রতিবেদনকে কেন্দ্র করে এ অপহরণ ও নির্যাতনের ঘটনা ঘটে।