আশিকুর রহমান, গাজীপুর:
গাজীপুরের টঙ্গীতে একটি বহুতল ভবনের বাউন্ডারি দেয়াল ধসে চাপা পড়ে এক শ্রমিক নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরও চারজন। বুধবার সকাল ১১টার দিকে সাতাইশ খরতৈল জামতলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত শ্রমিক বাবুল (৫৫) নরসিংদীর রায়পুরা থানার আব্দুল্লাহপুরা গ্রামের মৃত রাজ্জাক মিয়ার ছেলে। আহতরা হলেন— ইমরান মিয়া (২০), ইসমাইল (৪০), শুক্কুর আলী (৩৯) ও মো. ফারুক (৪০)।
স্থানীয়রা জানান, খরতৈল জামতলা এলাকার মাজহারুল ইসলামের মালিকানাধীন ভবনের বাউন্ডারি দেয়ালটি আগে থেকেই ঝুঁকিপূর্ণ ছিল। দেয়াল শক্ত করার জন্য নতুন ইটের গাঁথুনি দেয়ার পর বুধবার সকালে শ্রমিকদের দিয়ে ভাঙা ইটের শুরকি জমা করার সময় অতিরিক্ত ওজনের চাপেই দেয়ালটি ধসে পড়ে। এতে পাঁচ শ্রমিক দেয়ালের নিচে চাপা পড়েন।
পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে ইন্টারন্যাশনাল মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে দুপুর ১২টার দিকে বাবুল মারা যান।
এ ঘটনায় মালিকপক্ষ আহত শ্রমিকদের পরিবারকে চিকিৎসা বাবদ নগদ ১০ হাজার টাকা এবং নিহত বাবুলের পরিবারকে ক্ষতিপূরণ হিসেবে ৫০ হাজার টাকা প্রদান করেছে। এছাড়া সর্বমোট ২ লাখ ৬৫ হাজার টাকা ক্ষতিপূরণ দেয়ার প্রতিশ্রুতি দিয়েছে।
টঙ্গী পশ্চিম থানার পুলিশ জানায়, নিহতের মরদেহ উদ্ধার করা হয়েছে এবং আহত চারজন চিকিৎসাধীন রয়েছেন। এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।