আশিকুর রহমান, গাজীপুর :
গাজীপুরের টঙ্গীতে স্থানীয় সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী টঙ্গী পূর্ব থানা শাখা। বুধবার (২৪ সেপ্টেম্বর) বাদ মাগরিব চেরাগআলীস্থ জামায়াত কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় বক্তব্য রাখেন টঙ্গী পূর্ব থানা জামায়াতের আমীর মো. নজরুল ইসলাম, সেক্রেটারি আবু রায়হানসহ মহানগর ও থানা জামায়াতের কর্মপরিষদ সদস্যরা। সাংবাদিকদের পক্ষ থেকে উপস্থিত ছিলেন গাজীপুর মহানগর সাংবাদিক ফোরামের সভাপতি গাজী খলিলুর রহমান, টঙ্গী প্রেসক্লাবের সভাপতি এমএ হায়দার আলী ও সাধারণ সম্পাদক কালিমুল্লা ইকবাল প্রমুখ।
জামায়াত নেতা নজরুল ইসলাম বলেন, তাদের দল প্রচারণা বা ব্যানার-ফেস্টুন নির্ভর রাজনীতিতে বিশ্বাসী নয়। “আমাদের মূল শক্তি কর্মীদের আদর্শিক চেতনা, সাংগঠনিক কাঠামো ও জনগণের সাথে সরাসরি যোগাযোগ”—মন্তব্য করেন তিনি।
তিনি আরও বলেন, বিদ্যমান একক সদস্যভিত্তিক নির্বাচনী ব্যবস্থায় ছোট ও মধ্যম আকারের রাজনৈতিক দলগুলো ক্ষতিগ্রস্ত হয়। এজন্য তিনি প্রোপোরশনাল রিপ্রেজেন্টেশন (পিআর) পদ্ধতি চালুর দাবি জানান, যাতে ভোটের আনুপাতিক হারে সংসদীয় আসন বণ্টন সম্ভব হয়।
সভায় বক্তারা বলেন, সাংবাদিকরা সমাজের দর্পণ। তাদের সঙ্গে অপ্রয়োজনীয় দ্বন্দ্ব তৈরি হলে প্রকৃত চিত্র বিকৃত হয় এবং জনগণের আস্থা কমে যায়। তাই রাজনীতি ও প্রশাসনের সব অঙ্গনে সাংবাদিকদের সঙ্গে ইতিবাচক সম্পর্ক বজায় রাখার আহ্বান জানান তারা।
অপ-সাংবাদিকতা প্রতিরোধে ঐক্যবদ্ধভাবে কাজ করার ওপরও জোর দেন বক্তারা। সাংবাদিক নেতৃবৃন্দ জামায়াতের সহযোগিতা কামনা করেন এবং জামায়াত নেতারা সাংবাদিকদের গঠনমূলক কর্মকাণ্ডে পাশে থাকার আশ্বাস দেন।
সভা শেষে উভয় পক্ষ সাংবাদিকতা পেশার মানোন্নয়ন ও জনস্বার্থে সহযোগিতা বৃদ্ধির অঙ্গীকার ব্যক্ত করেন।