নীলফামারী প্রতিনিধি:
নীলফামারীর ডিমলা উপজেলায় জিয়া পরিষদ জনগণের দ্বারে দ্বারে পৌঁছে আসন্ন জাতীয় নির্বাচনে ধানের শীষ প্রতীকের পক্ষে গণসমর্থন আদায় করছে। শুক্রবার (২৬ সেপ্টেম্বর) ডিমলায় লিফলেট বিতরণ কার্যক্রমের মাধ্যমে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ভাগ্নে, নীলফামারী জেলা বিএনপির সাবেক সভাপতি ও সাবেক সংসদ সদস্য ইঞ্জিনিয়ার শাহরিন ইসলাম চৌধুরী তুহিনের উন্নয়ন কর্মকাণ্ড তুলে ধরা হয়।
সকাল ১১টায় উপজেলা সদর বাবুরহাট বাজার থেকে শুরু হওয়া কর্মসূচিতে দোকানপাট, পথচারী ও সাধারণ মানুষের হাতে হাতে লিফলেট পৌঁছে দেওয়া হয়। “ইঞ্জিনিয়ার শাহরিন ইসলাম চৌধুরী তুহিনের সালাম নিন, ধানের শীষে ভোট দিন” শ্লোগানকে সামনে রেখে জনগণকে জাতীয়তাবাদী আদর্শে উদ্বুদ্ধ করা হয় এবং আসন্ন নির্বাচনে ধানের শীষ প্রতীকে ভোট দেওয়ার আহ্বান জানানো হয়।
লিফলেট বিতরণ কার্যক্রমে নেতৃত্ব দেন ডিমলা উপজেলা জিয়া পরিষদের আহ্বায়ক অধ্যক্ষ মো. আব্দুল কাদের, এবং সার্বিক সহযোগিতা করেন উপজেলা জিয়া পরিষদের যুগ্ম আহ্বায়ক। এ কার্যক্রম উদ্বোধন করেন জেলা জিয়া পরিষদের আহ্বায়ক ও জেলা বিএনপির উপদেষ্টা অধ্যাপক আবু সাদেক চৌধুরী লুলু।
বক্তারা বলেন, “ইঞ্জিনিয়ার তুহিন শুধু একজন সাবেক সংসদ সদস্যই নন, তিনি এই অঞ্চলের উন্নয়নের প্রতীক। ডোমার ও ডিমলার রাস্তাঘাট, শিক্ষা প্রতিষ্ঠান ও স্বাস্থ্য খাতে তার অবদান আজও স্মরণীয়। তিনি ছিলেন জনগণের নেতা, যিনি সর্বদা মানুষের কল্যাণে কাজ করেছেন।”
কর্মসূচিতে বিভিন্ন ইউনিয়নের নেতাকর্মীরা উপস্থিত থেকে জনসাধারণের হাতে লিফলেট পৌঁছে দেন। আয়োজকরা জানান, শুধু বাবুরহাটে নয়, ডিমলা উপজেলার বিভিন্ন ইউনিয়ন ও বাজারেও পর্যায়ক্রমে এই প্রচারণা চালানো হবে। আগামী কয়েকদিন ধরে চলবে এ কর্মসূচি, যাতে তৃণমূল পর্যায়ে জনগণের কাছে দলের বার্তা পৌঁছে দেওয়া যায়।
জিয়া পরিষদের নেতারা আরও জানান, নির্বাচনী প্রচারণার পাশাপাশি তারা এলাকায় স্বাস্থ্যসেবা, শিক্ষা সচেতনতা এবং যুব সমাজকে সংগঠিত করার জন্যও বিভিন্ন কর্মসূচি হাতে নিয়েছেন। তাদের বিশ্বাস, জনগণের আস্থা ও ভালোবাসা অর্জন করেই ইঞ্জিনিয়ার তুহিন আবারও জনগণের প্রতিনিধি হবেন।