আবুল হাশেম, রাজশাহী ব্যুরোঃ
রাজশাহী জেলার গোদাগাড়ী থানাধীন মাদারপুর এলাকায় অভিযান চালিয়ে চিহ্নিত মাদক ব্যবসায়ী মো. হাসিবুল হাসান হাসিব (২৭) কে গ্রেফতার করেছে র্যাব-৫। এ সময় তার কাছ থেকে ৩৯ গ্রাম হেরোইন, দুইটি মোবাইল ফোন, দুইটি সিম কার্ড, নগদ ১৯ হাজার টাকা এবং একটি ডিজিটাল ওজন মেশিন জব্দ করা হয়।
গ্রেফতারকৃত হাসিবের বাড়ি ময়মনসিংহ জেলার সদর থানার কাশার জেলরোড এলাকায়।
র্যাব সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে, মাদারপুর এলাকায় একজন মাদক ব্যবসায়ী সীমান্তবর্তী এলাকা থেকে হেরোইন এনে বিক্রির উদ্দেশ্যে অবস্থান করছে। ওই সংবাদের প্রেক্ষিতে র্যাব-৫ এর সিপিএসসি আভিযানিক দল সেখানে অভিযান চালিয়ে হাসিবকে আটক করে। পরে তার দেহ তল্লাশিতে ৩৯ গ্রাম হেরোইনসহ অন্যান্য আলামত উদ্ধার করা হয়।
র্যাব জানায়, হাসিব দীর্ঘদিন ধরে পেশার আড়ালে ছদ্মবেশে মাদক ব্যবসা চালিয়ে আসছিল। সে বিভিন্ন অজ্ঞাত স্থান থেকে হেরোইনসহ বিভিন্ন ধরনের মাদক সংগ্রহ করে রাজশাহীর বিভিন্ন এলাকায় খুচরা ও পাইকারি আকারে সরবরাহ করত।
গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে গোদাগাড়ী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।