মুহাম্মদ আবু হেলাল, শেরপুর প্রতিনিধি:
শেরপুরের ঝিনাইগাতী সীমান্তে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ভারতীয় ফেসওয়াশ জব্দ করেছে বাংলাদেশ বর্ডার গার্ড (বিজিবি)। শনিবার (৪ অক্টোবর) রাতে উপজেলার কংশা ইউনিয়নের তাওয়াকুচা গজারীবাগান সংলগ্ন মায়াবি লেক এলাকায় এ অভিযান পরিচালিত হয়।
বিজিবি সূত্রে জানা গেছে, ময়মনসিংহ ব্যাটালিয়ন (৩৯ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মেহেদী হাসানের নির্দেশনায় নায়েক সুবেদার মো. আতিয়ার রহমানের নেতৃত্বে বিজিবির একটি টহল দল সীমান্তে নিয়মিত টহলের সময় এই অভিযান চালায়। এ সময় মালিকবিহীন অবস্থায় ভারতীয় ব্র্যান্ডের ‘পন্ডস’ নামের ৭২২ পিস ফেসওয়াশ উদ্ধার করা হয়।
তাওয়াকুচা সীমান্ত ফাঁড়ির ইনচার্জ নায়েক সুবেদার মো. আতিয়ার রহমান বিষয়টি নিশ্চিত করে জানান,
“উদ্ধারকৃত ফেসওয়াশের আনুমানিক সিজার মূল্য প্রায় ২ লাখ ৮৮ হাজার ৮শ টাকা। সীমান্ত এলাকায় অবৈধ পণ্য পাচার ও অনুপ্রবেশ ঠেকাতে বিজিবির অভিযান অব্যাহত থাকবে।”
তিনি আরও বলেন, সীমান্ত এলাকায় চোরাচালান দমন ও নিরাপত্তা জোরদারে বিজিবির টহল এবং গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করা হয়েছে।