আশরাফুল ইসলাম, গাইবান্ধা:
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে মাঠে নেমেছেন বিএনপির মনোনয়ন প্রত্যাশী নেতারা। দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ঘোষিত ৩১ দফা কর্মসূচি জনগণের মাঝে তুলে ধরে তারা ব্যস্ত সময় পার করছেন নির্বাচনী এলাকার তৃণমূল পর্যায়ে।
সারাদেশের মতো গাইবান্ধা-৩ (পলাশবাড়ী-সাদুল্লাপুর) আসনেও চলছে এমন গণসংযোগ। এই আসনে বিএনপি মনোনয়ন প্রত্যাশী, গাইবান্ধা জেলা বিএনপির উপদেষ্টা ও বিশিষ্ট ব্যবসায়ী রফিকুল ইসলাম রফিক প্রতিদিনই ছুটে চলেছেন উপজেলার হাট-বাজার, গ্রাম-গঞ্জ ও পাড়া-মহল্লায়। তিনি ধানের শীষের পক্ষে জনগণের সমর্থন কামনা করছেন এবং একই সঙ্গে তারেক রহমানের ৩১ দফা সংস্কার কর্মসূচি সাধারণ মানুষের কাছে তুলে ধরছেন।
রফিকুল ইসলাম রফিক বলেন,
“আমরা জনগণের ভোটাধিকার পুনরুদ্ধার করতে চাই। তারেক রহমানের নেতৃত্বে সুষ্ঠু নির্বাচন এবং গণতন্ত্র পুনরুদ্ধারের লক্ষ্যে মাঠে নেমেছি। ধানের শীষের বিজয়ই হবে জনগণের বিজয়।”
গণসংযোগ চলাকালে তিনি বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি ও দীর্ঘায়ু, এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সুস্বাস্থ্য ও দীর্ঘ নেতৃত্বের জন্য দোয়া কামনা করেন।
তার সঙ্গে বিএনপি ও অঙ্গসহযোগী সংগঠনের তৃণমূল পর্যায়ের অসংখ্য নেতাকর্মী উপস্থিত থেকে গণসংযোগে অংশ নেন।