আবুল হাশেম, রাজশাহী ব্যুরো:
‘জাতীয় জন্ম ও মৃত্যু নিবন্ধন দিবস’ উপলক্ষে রাজশাহীর বাঘায় শিশুদের জন্মসনদ ও উপহার সামগ্রী বিতরণ করা হয়েছে। রবিবার (৬ অক্টোবর) বাঘা পৌরসভা প্রাঙ্গণে উপজেলা প্রশাসনের আয়োজনে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শিশুদের হাতে জন্মসনদ ও উপহার সামগ্রী তুলে দেন বাঘা পৌরসভার প্রশাসক শাম্মী আক্তার।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা প্রতিবন্ধী বিষয়ক কর্মকর্তা মুনসুর আলী, সমাজসেবা কর্মকর্তা খন্দকার মোসারফ হোসেন, পৌরসভার সহকারী প্রকৌশলী তাজুল ইসলাম এবং হিসাব কর্মকর্তা হাসান আলী।
অনুষ্ঠানে শিশুদের উপহার হিসেবে কোলবালিশ, মশারি ও বেবি সেট সামগ্রী প্রদান করা হয়। বক্তারা বলেন, জন্ম ও মৃত্যু নিবন্ধন একটি মৌলিক নাগরিক অধিকার, যা প্রতিটি মানুষের পরিচয় ও নাগরিক সেবা পাওয়ার ভিত্তি তৈরি করে।
প্রসঙ্গত, জন্ম ও মৃত্যু নিবন্ধন আইন, ২০০৪ অনুযায়ী, কোনো শিশুর জন্মের ৪৫ দিনের মধ্যে জন্মনিবন্ধন এবং কোনো ব্যক্তির মৃত্যুর ৪৫ দিনের মধ্যে মৃত্যু নিবন্ধন সম্পন্ন করা বাধ্যতামূলক।
জাতিসংঘের টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজি) অর্জনের অংশ হিসেবে বাংলাদেশ সরকার ২০৩০ সালের মধ্যে ৮০ শতাংশ জন্ম ও মৃত্যু নিবন্ধন সম্পন্ন করার লক্ষ্য নির্ধারণ করেছে। এ লক্ষ্যে প্রতি বছর ৬ অক্টোবর স্থানীয় সরকার বিভাগ ও ইউনিসেফ বাংলাদেশের যৌথ উদ্যোগে ‘জাতীয় জন্ম ও মৃত্যু নিবন্ধন দিবস’ উদযাপন করা হয়।