আবুল হাশেম, রাজশাহী ব্যুরো:
রাজশাহী বিভাগের বাঘা-চারঘাটের মানুষের কাছে আমিনুল ইসলাম মিঠু নামটি এখন মানবিকতার প্রতিশব্দে পরিণত হয়েছে। তিনি যেন এ যুগের হাতেম তাই—যিনি নিজের সবটুকু বিলিয়ে দিতে চান অসহায় মানুষের কল্যাণে। আমেরিকান প্রবাসী, সাবেক ছাত্রনেতা এবং সমাজসেবক হিসেবে তিনি তার মানবিক কাজের মাধ্যমে এলাকাবাসীর হৃদয়ে বিশেষ স্থান তৈরি করেছেন।
আমিনুল ইসলাম মিঠুর কাছে উন্নয়ন মানে শুধুই অবকাঠামোগত পরিবর্তন নয়; মানুষের পাশে দাঁড়ানোই তার মূল মন্ত্র। অসময়ে বা অসহায় মুহূর্তে তিনি সকলের পাশে দাঁড়িয়ে নিরলসভাবে মানবিক সহযোগিতা প্রদান করে চলেছেন। মসজিদ, মাদ্রাসা, এতিমখানা নির্মাণ থেকে শুরু করে ব্যক্তিগত অনুদান—সবক্ষেত্রেই তার উদার অনুদান অব্যাহত রয়েছে।
তিনি কেবল নামেই নয়, কাজে একজন প্রকৃত দাতা। চারঘাট-বাঘার এই কৃতি সন্তান এলাকার মানুষের সুখে হাসতে এবং দুঃখে কাঁদতে জানেন। তার জীবন মানেই মানবসেবা, আর রাজনীতি মানেই জনগণের প্রতি নিঃশর্ত ভালোবাসা।
এলাকাবাসীর বিশ্বাস, আমিনুল ইসলাম মিঠু সবসময় তাদের পাশে থাকবেন। তিনি মানুষের হৃদয়ে মানবতার আলো জ্বালিয়ে রাখছেন চিরকাল, আর তার এই নিঃস্বার্থ দ্বীনের খেদমত ও জনসেবার জন্য সর্বস্তরের মানুষ তার জন্য দোয়া করে চলেছে।