আঃ হামিদ, মধুপুর (টাঙ্গাইল) প্রতিনিধি:
টাঙ্গাইলের মধুপুর উপজেলায় দুইদিনব্যাপী গাভী পালন ও গরু মোটা-তাজাকরণ প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। সোমবার আলোকদিয়া ইউনিয়নের দিঘরবাইদ এলাকায় “আলোর প্রদীপ কৃষক উন্নয়ন সমিতি”র কার্যালয়ে এই প্রশিক্ষণের উদ্বোধন করা হয়।
বাংলা-জার্মান সম্প্রীতি (বিজিএস)-এর উদ্যোগে এবং জার্মান দাতা সংস্থা লিচ ব্রুক-এর অর্থায়নে পরিচালিত সিডিপি প্রকল্পের আওতায় এ প্রশিক্ষণের আয়োজন করা হয়।
প্রশিক্ষণ উদ্বোধন করেন প্রধান অতিথি ও প্রশিক্ষক মধুপুর উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ড. শহিদুজ্জামান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিডিপি প্রকল্প সমন্বয়কারী মোঃ মিলন চৌধুরী এবং বাংলা-জার্মান সম্প্রীতি (বিজিএস), মধুপুরের এমএফপি ম্যানেজার মোঃ জুয়েল রানা।
এছাড়া উপস্থিত ছিলেন প্রোগ্রাম অফিসার (কৃষি ও বিপণন) মোঃ মনিরুল ইসলাম, সিডিপি ও বিজিএস প্রতিনিধি মোঃ নুর আলম, সমিতির সভাপতি মোঃ আব্দুল খালেক, সাধারণ সম্পাদক মোঃ ইউসুফ আলী, ও সদস্য মোছাঃ শাহানাজ পারভিনসহ সংগঠনের অন্যান্য সদস্যবৃন্দ।
দুইদিনব্যাপী এই প্রশিক্ষণে “আলোর প্রদীপ কৃষক উন্নয়ন সমিতি”-এর মোট ৩০ জন কৃষক অংশগ্রহণ করেন। প্রশিক্ষণে গাভী পালন, দুধ উৎপাদন বৃদ্ধি, পশু পুষ্টি ব্যবস্থাপনা এবং গরু মোটা-তাজাকরণে আধুনিক পদ্ধতি নিয়ে হাতে-কলমে প্রশিক্ষণ প্রদান করা হয়।
উল্লেখ্য, মধুপুর উপজেলার চারটি কৃষক সংগঠনের মোট ১২০ জন কৃষককে পর্যায়ক্রমে এ বিষয়ে প্রশিক্ষণ প্রদান করা হবে।