আমিরুল ইসলাম, শেরপুর প্রতিনিধি:
“আমি কন্যাশিশু, স্বপ্নে গড়ি, সাহসে লড়ি, দেশের কল্যাণে কাজ করি”—এ প্রতিপাদ্যকে সামনে রেখে প্রতিবছরের মতো এবারও সারাদেশে পালিত হলো জাতীয় কন্যাশিশু দিবস ও শিশু অধিকার সপ্তাহ। ২০০০ সালে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের নির্দেশে শিশু অধিকার সপ্তাহের দ্বিতীয় দিনকে ‘জাতীয় কন্যাশিশু দিবস’ হিসেবে ঘোষণা করা হয়। সেই ধারাবাহিকতায় ৩০ সেপ্টেম্বর এ দিবসটি উদযাপিত হয়, যা চলমান শিশু অধিকার সপ্তাহের একটি গুরুত্বপূর্ণ অংশ।
এই উপলক্ষে বুধবার (৮ অক্টোবর) দুপুরে শেরপুরের নকলা উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তরের সহযোগিতায় ব্র্যাক সামাজিক ক্ষমতায়ন ও আইনি সুরক্ষা কর্মসূচির উদ্যোগে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভার আয়োজন করা হয়।
র্যালি শেষে উপজেলা হলরুমে অনুষ্ঠিত সভায় “পার করেছি আঠারো, পেরিয়ে যাবো পাহাড়ও” এই শ্লোগানকে ধারণ করে ব্র্যাকের ‘স্বপ্নসারথি’ দলের ৩২ জন কিশোরী সদস্যকে সনদপত্র, ফুল ও মগ প্রদান করা হয়।
অনুষ্ঠানে উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা নাসরিন জাহান এর সঞ্চালনায় বক্তব্য রাখেন কিশোরী সদস্য নাশিতা আক্তার, শশী, নাসরিন ও লিজা আক্তার।
আমন্ত্রিত অতিথিদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার রোজিনা খাতুন, উপজেলা বিআরডিবি কর্মকর্তা হাবিবুর রহমান, ব্র্যাকের জেলা ব্যবস্থাপক বিদ্যুৎ কুমার নন্দী, জেলা সমন্বয়ক ফারহানা মিল্কী, কমিউনিটি অর্গানাইজার মারিয়া নুর এবং নকলা জামায়তে ইসলামীর আমীর গোলাম সারোয়ার।
সভায় প্রধান অতিথি ও সভাপতির দায়িত্ব পালন করেন নকলা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জাহাঙ্গীর আলম।
তিনি বলেন,
“সমাজে পিছিয়ে পড়া মেয়েদের এগিয়ে নিতে সবাইকে একসঙ্গে কাজ করতে হবে। ব্র্যাকের জীবন দক্ষতা প্রশিক্ষণ মেয়েদের আত্মনির্ভরশীল করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। এলাকায় কোথাও বাল্যবিয়ে সংগঠিত হলে সঙ্গে সঙ্গে সরকারী হটলাইন বা উপজেলা প্রশাসনে জানাতে হবে।”
অনুষ্ঠানে নকলা উপজেলার ১০টি স্বপ্নসারথি দলের ১৮ বছর পূর্ণ করা মেয়েদের হাতে সম্মাননা ও উপহার তুলে দিয়ে তাদের জীবনের নতুন অধ্যায়ে এগিয়ে যাওয়ার শুভকামনা জানানো হয়।