শেরপুর প্রতিনিধি:
শেরপুর জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট তরফদার মাহমুদুর রহমান আজ বৃহস্পতিবার (৯ অক্টোবর ২০২৫) নকলায় সরকারি বিভিন্ন উন্নয়ন কার্যক্রম পরিদর্শন করেন। এসময় তিনি সরকারি দপ্তরগুলোর সেবা মানোন্নয়নে প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করেন এবং মাঠপর্যায়ের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করেন।
সকালে তিনি নকলা উপজেলা ভূমি অফিস পরিদর্শন করেন। ভূমি সেবার মান ও নাগরিক সুবিধা আরও সহজলভ্য করতে তিনি কর্মকর্তাদের নির্দেশনা দেন। অফিসের সার্বিক কাজের অগ্রগতি ও জনবান্ধব সেবা নিশ্চিত করতে তিনি বেশ কিছু দিকনির্দেশনা প্রদান করেন।
পরিদর্শনকালে জেলা প্রশাসক তরফদার মাহমুদুর রহমান গুচ্ছগ্রাম প্রকল্প এবং আরও দুটি চলমান উন্নয়ন প্রকল্প সরেজমিনে ঘুরে দেখেন। তিনি এসব প্রকল্পের বাস্তবায়ন অগ্রগতি ও স্থানীয় জনগণের কল্যাণে এর প্রভাব সম্পর্কে বিস্তারিত খোঁজখবর নেন। উন্নয়ন কাজের গতি ও মান বজায় রাখতে তিনি দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের দায়িত্বশীলতার সঙ্গে কাজ করার আহ্বান জানান।
এছাড়া জেলা প্রশাসক জানকীপুর কমিউনিটি ক্লিনিক পরিদর্শন করেন। ক্লিনিকের চিকিৎসাসেবা, ওষুধ সরবরাহ এবং রোগীদের প্রতি সহানুভূতিশীল আচরণ বজায় রাখতে তিনি সংশ্লিষ্টদের পরামর্শ দেন। তিনি বলেন, “জনগণের স্বাস্থ্যসেবা নিশ্চিত করা সরকারের অন্যতম অগ্রাধিকার, তাই মাঠপর্যায়ে সেবার মান বজায় রাখতে সবাইকে সচেষ্ট থাকতে হবে।”
পরিদর্শন শেষে জেলা প্রশাসক ভিক্ষুক পুনর্বাসন কার্যক্রমের অংশ হিসেবে একজন ভিক্ষুককে একটি মুদি দোকান চালু করতে সহায়তা প্রদান করেন। এতে ওই ব্যক্তি স্বনির্ভর হওয়ার সুযোগ পান। জেলা প্রশাসক বলেন, “এ ধরনের উদ্যোগ শুধু পুনর্বাসন নয়, এটি সমাজে মর্যাদাপূর্ণ জীবনের পথে ফেরার এক মানবিক প্রচেষ্টা।”
পুরো সফর জুড়ে জেলা প্রশাসকের সঙ্গে ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা, সহকারী কমিশনার (ভূমি), স্থানীয় জনপ্রতিনিধি, পুলিশ বিভাগের কর্মকর্তা এবং প্রশাসনের অন্যান্য কর্মকর্তাবৃন্দ।
জেলা প্রশাসন শেরপুরের পক্ষ থেকে জানানো হয়, জনগণের দোরগোড়ায় সরকারি সেবা পৌঁছে দেওয়া এবং মানবিক উন্নয়ন নিশ্চিত করাই তাদের মূল লক্ষ্য। প্রশাসনের ধারাবাহিক এসব উদ্যোগে নকলা উপজেলার উন্নয়ন কার্যক্রম আরও গতিশীল হবে বলে আশা করা হচ্ছে।