আঃ হামিদ, মধুপুর (টাঙ্গাইল) প্রতিনিধি:
টাঙ্গাইলের মধুপুরে উপজেলা বেসরকারি প্রাথমিক বিদ্যালয় শিক্ষক সমিতির উদ্যোগে “মেধাবৃত্তি–২০২৪” এর পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১১ অক্টোবর) সকালে মধুপুর উপজেলা অডিটোরিয়াম হলরুমে আয়োজিত এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শিক্ষক সমিতির সভাপতি আফাজ উদ্দিন সুমন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মধুপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রিফাত আনজুম পিয়া। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বেসরকারি শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক নাজমুল হক, মধুপুর সরকারি কলেজের প্রভাষক আব্দুর রহিম, অগ্রযাত্রা মডেল স্কুলের প্রধান শিক্ষক মোঃ আব্দুল্লাহ, শিক্ষক আঃ জলিলসহ উপজেলার বিভিন্ন বেসরকারি বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকাবৃন্দ।
এসময় বিভিন্ন ইউনিয়ন থেকে আগত মেধাবৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থী ও তাদের অভিভাবকরাও উপস্থিত ছিলেন।
২০২৪ সালের মেধাবৃত্তি পরীক্ষায় মোট ১,২৬৮ জন শিক্ষার্থী অংশগ্রহণ করে। এর মধ্যে ৩৬১ জন শিক্ষার্থী বৃত্তি অর্জন করে, যার মধ্যে ৬৯ জন ট্যালেন্টপুলে এবং ২৯২ জন সাধারণ গ্রেডে নির্বাচিত হয়।
বৃত্তিপ্রাপ্ত প্রতিটি শিক্ষার্থীকে ক্রেস্ট ও সনদপত্র প্রদান করা হয়।
প্লে শ্রেণিতে ৬৯, শিশু শ্রেণিতে ৭১, প্রথম শ্রেণিতে ৫৩, দ্বিতীয় শ্রেণিতে ৪৮, তৃতীয় শ্রেণিতে ৩২, চতুর্থ শ্রেণিতে ৪৫ ও পঞ্চম শ্রেণিতে ২০ জন শিক্ষার্থীকে আনুষ্ঠানিকভাবে পুরস্কৃত করা হয়।
অনুষ্ঠানে বক্তারা বলেন, “এই মেধাবৃত্তি শিক্ষার্থীদের শিক্ষার মানোন্নয়ন ও মেধার বিকাশে অনুপ্রেরণা যোগাবে। ভবিষ্যতে আরও বেশি শিক্ষার্থীকে অন্তর্ভুক্ত করার মাধ্যমে এই কার্যক্রমকে টেকসই করা হবে।”