আঃ হামিদ, মধুপুর (টাঙ্গাইল) প্রতিনিধি :
টাঙ্গাইলের মধুপুরে বর্ণাঢ্য আয়োজনে পালিত হয়েছে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস।
“সমন্বিত উদ্যোগ, প্রতিরোধ করি দুর্যোগ” — এই প্রতিপাদ্যকে সামনে রেখে রোববার (১৩ অক্টোবর) সকাল সাড়ে এগারটায় উপজেলা প্রশাসন ও দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের উদ্যোগে দিবসটি উদযাপন করা হয়।
অনুষ্ঠানের অংশ হিসেবে উপজেলা চত্বরে বর্ণাঢ্য র্যালি, ভূমিকম্প ও অগ্নিকাণ্ড বিষয়ক মহড়া এবং পরে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মধুপুর উপজেলা নির্বাহী অফিসার মো. জুবায়ের হোসেন।
এসময় উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) রিফাত আনজুম পিয়া, সমাজসেবা কর্মকর্তা মোস্তফা হোসাইন, মৎস্য কর্মকর্তা মো. আতিয়ার রহমান, মহিলা বিষয়ক কর্মকর্তা শারমিন সুলতানা সুমি, হিসাব রক্ষণ কর্মকর্তা মনিরুজ্জামান মনির, শিক্ষা একাডেমি সুপারভাইজার মহিউদ্দিন আহমেদ, এবং মধুপুর ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা বোরহান আলী।
এছাড়াও উপজেলা বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, শিক্ষক ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন।
অনুষ্ঠানটির সার্বিক বাস্তবায়নে বিশেষ ভূমিকা রাখেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা রাজীব আল রানা।
১৯৮৯ সাল থেকে প্রতি বছর ১৩ অক্টোবর বিশ্বব্যাপী “আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস” পালন করা হয়ে আসছে।
দুর্যোগের ঝুঁকি হ্রাসে জনগণকে সচেতন করা এবং প্রস্তুতিমূলক কার্যক্রম জোরদার করাই এই দিবস পালনের মূল উদ্দেশ্য।
বিশেষজ্ঞরা জানান, ভৌগোলিক অবস্থানগত কারণে জলবায়ু পরিবর্তনজনিত দুর্যোগে বাংলাদেশ অন্যতম ঝুঁকিপূর্ণ দেশ।
যদিও পূর্বাভাস ও প্রস্তুতির কারণে বন্যা ও ঘূর্ণিঝড়ে ক্ষয়ক্ষতি কমানো সম্ভব হয়েছে, তবে ভূমিকম্প, বজ্রপাত ও মানবসৃষ্ট দুর্যোগ নতুন করে উদ্বেগ সৃষ্টি করছে।
দুর্যোগ মোকাবিলায় প্রশিক্ষিত জনবল তৈরি এবং স্মার্ট প্রযুক্তির ব্যবহারে গুরুত্বারোপ করেছেন বক্তারা।