বিশেষ প্রতিনিধি, দিনাজপুর:
দিনাজপুরের চিরিরবন্দর উপজেলায় দুর্বৃত্তদের হাতে এক কৃষকের ২৪ শতক জমির বোরো ধান নষ্ট হয়ে গেছে। বৃহস্পতিবার (১৪ অক্টোবর) উপজেলার আউলিয়াপুকুর ইউনিয়নের মহাদানী গ্রামে রাতের আঁধারে ঘাস মারা ঔষুধ স্প্রে করে এই ক্ষতি করা হয়।
ক্ষতিগ্রস্ত কৃষক আব্দুল গফুর (৬৫) জানান, “আমি একজন ভ্যান চালক। ঋণ নিয়ে ২৪ শতক জমিতে ধান চাষ করেছি। এই ধান পরিবারে ছয় মাসের চালের যোগান দিত। কিন্তু দুর্বৃত্তরা ঘাস মারা ঔষুধ স্প্রে করে ক্ষেতের ধান লালচে হয়ে পুড়িয়ে দিয়েছে।”
উপজেলা কৃষি কর্মকর্তা জোহরা সুলতানা বলেন, “বিষয়টি অবগত হওয়ায় সংশ্লিষ্ট ব্লকের উপ-সহকারী কৃষি কর্মকর্তাকে ক্ষেত পরিদর্শনের নির্দেশ দেওয়া হয়েছে। ক্ষতিগ্রস্ত কৃষককে রবি মৌসুমে প্রণোদনা কর্মসূচির আওতায় বীজ ও সার সহযোগিতা প্রদান করা হবে।”
চিরিরবন্দর থানার অফিসার ইনচার্জ রুহুল আমিন জানিয়েছেন, “মৌখিকভাবে অভিযোগ পেয়েছি। লিখিত অভিযোগ পেলে তদন্তের মাধ্যমে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।”
অভিযোগ ও তদন্তের বিষয়টি কৃষি অফিস ও থানার নজরে আনা হয়েছে। স্থানীয়রা এই ঘটনার জন্য নিরাপত্তা বৃদ্ধির আহ্বান জানিয়েছেন।