আশিকুর রহমান, গাজীপুর:
গাজীপুরের টঙ্গীতে ড্রেনের নিচ দিয়ে যাওয়া গ্যাস লাইনে ভয়াবহ বিস্ফোরণের ঘটনা ঘটেছে। সোমবার (১৩ অক্টোবর) রাতে টঙ্গী পশ্চিম থানার পাশের খাঁ-পাড়া স্কুলের সামনে এ বিস্ফোরণ ঘটে। এতে এলাকায় চরম আতঙ্ক ছড়িয়ে পড়ে।
প্রত্যক্ষদর্শীরা জানান, হঠাৎ বিকট শব্দে ড্রেনের ঢাকনা উড়ে যায় এবং ভেতর থেকে আগুনের শিখা বের হতে থাকে। মুহূর্তেই আশপাশের দোকানপাটের কর্মচারী ও পথচারীরা দৌড়ে নিরাপদ স্থানে সরে যান।
খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে ড্রেনের নিচে থাকা গ্যাস লাইনে লিকেজ থাকায় গ্যাস কোম্পানির কর্মীরা জরুরি মেরামত কাজ শুরু করেন।
টঙ্গী ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার শাহীন আলম বলেন, “প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, গ্যাস লাইনে লিকেজ থেকে গ্যাস জমে বিস্ফোরণ ঘটেছে। আগুন দ্রুত নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে, এখন গ্যাস লাইন মেরামতের কাজ চলছে।”
বিস্ফোরণের শব্দে আতঙ্কিত হয়ে স্থানীয় বাসিন্দারা বাসাবাড়ি থেকে বেরিয়ে পড়েন। অনেকেই অভিযোগ করেছেন, এলাকার পুরোনো গ্যাস লাইনগুলো দীর্ঘদিন মেরামত না হওয়ায় এগুলো এখন মারাত্মক ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে।
ঘটনাস্থলে পুলিশ মোতায়েন করা হয়েছে। তারা বিস্ফোরণস্থল ঘিরে সাধারণ মানুষকে নিরাপদ দূরত্বে সরিয়ে দেয়। এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে, তদন্ত শেষে বিস্ফোরণের প্রকৃত কারণ জানা যাবে।