মোঃ আমজাদ হোসেন, স্টাফ রিপোর্টার
ঢাকায় শান্তিপূর্ণ কর্মসূচিতে শিক্ষককে লাঠিপেটার প্রতিবাদে জয়পুরহাটের কালাইয়ে বেসরকারি এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারীরা শ্রেণীকক্ষে পাঠদান বন্ধ রেখে মহাসড়কে মানববন্ধন করেছেন।
মঙ্গলবার (১৪ অক্টোবর) সকালে কালাই বাসস্ট্যান্ড চত্বরে বেসরকারি স্কুল, কলেজ, মাদ্রাসা ও কারিগরি শিক্ষক-কর্মচারী জাতীয়করণ প্রত্যাশী ঐক্যজোট-এর ব্যানারে জয়পুরহাট-বগুড়া মহাসড়কে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
উপজেলার বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারীরা একত্রিত হয়ে প্রায় এক ঘণ্টাব্যাপী মানববন্ধনে অংশ নেন। তাঁরা অভিযোগ করেন, “ঢাকায় শান্তিপূর্ণ কর্মসূচিতে অংশ নেওয়া শিক্ষককে লাঠিপেটা করা হয়েছে—এটি ন্যক্কারজনক। শিক্ষা ও শিক্ষককে অপমান করা কোনোভাবেই মেনে নেওয়া হবে না।”
তাঁরা দ্রুত এমপিওভুক্ত শিক্ষকদের দাবিনামা বাস্তবায়ন ও দায়ীদের শাস্তির দাবি জানান।
মানববন্ধনে বক্তব্য দেন কালাই ডিগ্রি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ নুরুল ইসলাম, থুপসাড়া সেলিমিয়া দাখিল মাদ্রাসার সুপারিনটেনডেন্ট মতিয়ার রহমান, মোলামগাড়ীহাট বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোসাদ্দেক হোসেন, হাতিয়র কামিল মাদ্রাসার সহকারী অধ্যাপক শামীম রেজা, কালাই মহিলা বিএম কলেজের অধ্যক্ষ আব্দুল করিম প্রমুখ।
সহকারী অধ্যাপক মাওলানা সেলিম রেজা বলেন,
“যারা ঢাকায় শান্তিপূর্ণ কর্মসূচিতে আমাদের ওপর লাঠিচার্জ করেছে, তারাও কোনো একসময় শিক্ষকের কাছেই শিক্ষা নিয়েছে। এখন মনে হচ্ছে আমাদেরই ছাত্ররাই আজ আমাদের ওপর নির্যাতন করছে। আমরা এ ঘটনার বিচার ও এমপিওভুক্ত শিক্ষকদের দাবি দ্রুত বাস্তবায়নের প্রজ্ঞাপন চাই।”
পরে শিক্ষকরা মানববন্ধন শেষে একটি বিক্ষোভ মিছিল বের করেন এবং উপজেলা নির্বাহী অফিসারের (ইউএনও) কার্যালয়ে গিয়ে স্মারকলিপি প্রদান করেন।