মুহাম্মদ আবু হেলাল, শেরপুর প্রতিনিধি:
শেরপুরের শ্রীবরদী উপজেলায় ফসলের জমিতে সেচের পানি দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আব্দুর রশিদ (৫০) নামে এক কৃষকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। মঙ্গলবার (১৪ অক্টোবর) সকালে উপজেলার ভেলুয়া ইউনিয়নের ঝগড়ারচর তিনানিপাড়া গ্রামে এ দুর্ঘটনা ঘটে।
নিহত আব্দুর রশিদ ওই গ্রামের সামজ উদ্দিনের ছেলে।
প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে নিজের চাষকৃত জমিতে সেচ দেওয়ার জন্য সেচ ঘরে কাজ করছিলেন আব্দুর রশিদ। এ সময় হঠাৎ বৈদ্যুতিক তারের সংস্পর্শে আসলে তিনি বিদ্যুৎস্পৃষ্ট হন এবং ঘটনাস্থলেই গুরুতর আহত হন। পরে স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে শেরপুর জেলা সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন ভেলুয়া ইউনিয়ন পরিষদের সদস্য মো. সোবহান মিয়া।
আব্দুর রশিদের আকস্মিক মৃত্যুর খবরে পরিবার ও এলাকাবাসীর মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।