মাহফুজুর রহমান সাইমন (শেরপুর) প্রতিনিধি:
শেরপুরের নকলায় বিশ্ব হাত ধোয়া দিবস উদযাপন উপলক্ষে র্যালি, সংক্ষিপ্ত আলোচনা সভা ও সচেতনতামূলক হাত ধোয়া কর্মসূচি পালিত হয়েছে। বুধবার উপজেলা প্রশাসন ও জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের যৌথ উদ্যোগে এসব কার্যক্রম অনুষ্ঠিত হয়।
“হাত ধোয়ার নায়ক হোন” এই প্রতিপাদ্যকে সামনে রেখে র্যালিটি উপজেলা পরিষদ চত্বর থেকে শুরু হয়ে উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশল কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়। এরপর উপজেলা পরিষদ চত্বরে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. জাহাঙ্গীর আলম নিজ হাতে সঠিকভাবে হাত ধুয়ে হাত ধোয়া কর্মসূচির উদ্বোধন করেন।
প্রধান অতিথির সংক্ষিপ্ত বক্তব্যে ইউএনও মো. জাহাঙ্গীর আলম বলেন, "বিশ্ব হাত ধোয়া দিবসটি সবার সচেতনতা বৃদ্ধির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। সঠিক নিয়মে হাত ধোয়ার অভ্যাস গড়ে তোলার মাধ্যমে আমরা সুস্থ জীবনের জন্য গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিতে পারি।" তিনি সকলকে দৈনন্দিন জীবনে নিয়মিত ও সঠিকভাবে হাত ধোয়ার অভ্যাস গড়ে তোলার আহ্বান জানান।
উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের উপসহকারী প্রকৌশলী মো. মাহবুবুর রহমান সুমন সঠিক নিয়মে হাত ধোয়ার পদ্ধতি প্রদর্শন করেন। পরে উপস্থিত অতিথি, অংশীজন ও শিক্ষার্থীরা নিজ নিজ হাত সঠিকভাবে ধুয়ে শিক্ষামূলক কার্যক্রম সম্পন্ন করেন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) সাদিয়া আফরিন অ্যানি, উপজেলা প্রকৌশলী সামছুল আলম রাকিব, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মোছা. নাসরিন জাহান, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা কৃষিবিদ মো. অনিক রহমান, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. আনোয়ার হোসেন শামীম সহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা-কর্মচারী এবং স্থানীয় শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও শিক্ষার্থীরা।
উল্লেখ্য, বিশ্ব হাত ধোয়া দিবসটি ২০০৮ সাল থেকে প্রতিবছর বিভিন্ন কর্মসূচির মাধ্যমে বিশ্বব্যাপী পালিত হয়ে আসছে।