মনিরুজ্জামান লিমন
বকশীগঞ্জ (জামালপুর) প্রতিনিধি
প্রকাশিত: বৃহস্পতিবার, ১৬ অক্টোবর ২০২৫
ঢাকায় শিক্ষক-কর্মচারীদের ওপর পুলিশের হামলার প্রতিবাদে জামালপুরের বকশীগঞ্জে বিক্ষোভ মিছিল ও স্মারকলিপি প্রদান করেছে বেসরকারি এমপিওভুক্ত শিক্ষক ও কর্মচারীরা।
বৃহস্পতিবার (১৬ অক্টোবর) দুপুরে উপজেলা শিক্ষক ও কর্মচারী ফোরামের উদ্যোগে এ কর্মসূচি পালিত হয়।
এনএম উচ্চ বিদ্যালয় মাঠ থেকে বিক্ষোভ মিছিলটি বের হয়ে উপজেলা পরিষদ প্রাঙ্গণে গিয়ে শেষ হয়।
পরে শিক্ষক-কর্মচারীরা তিন দফা দাবি আদায়ে উপজেলা নির্বাহী অফিসার বরাবর স্মারকলিপি প্রদান করেন।
১️⃣ বাড়ি ভাতা বৃদ্ধি
২️⃣ চিকিৎসা ভাতা বৃদ্ধি
৩️⃣ কর্মচারীদের উৎসব ভাতা ৭৫ শতাংশে উন্নীত করা
এ সময় শিক্ষক-কর্মচারীরা ঢাকায় পুলিশের হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান এবং দাবি আদায় না হলে আরও কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দেন।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন —
উপজেলা শিক্ষক ও কর্মচারী ফোরামের সভাপতি অধ্যক্ষ রফিকুল ইসলাম,
নিলাখিয়া পাবলিক কলেজের অধ্যক্ষ মশিউল আলম রঞ্জু,
জাগিরপাড়া স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ আব্দুল মান্নান,
এনএম উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মামুনুর রশিদ,
ধানুয়া কামালপুর কো-অপারেটিভ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ফরহাদ হোসেন,
বকশীগঞ্জ খয়ের উদ্দিন ফাজিল মাদ্রাসার প্রভাষক মোসাদ্দেকুর রহমান মানিক,
খাতেমুন মঈন ডিগ্রি কলেজের প্রভাষক রোকনুজ্জামান প্রমুখ।