মশিউর রহমান টুটুল, জামালপুর :
জামালপুরের ইসলামপুর পৌরসভার ৪নং ওয়ার্ডে দারিদ্র্য দূরীকরণ ও উন্নয়নমূলক কার্যক্রমে নারীদের সম্পৃক্ত করতে ইসলামপুর উপজেলা উন্নয়ন কমিটির উদ্যোগে এক মহিলা কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১৬ অক্টোবর) সন্ধ্যায় অনুষ্ঠিত এ সমাবেশে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি যুক্ত ছিলেন ইসলামপুর উপজেলা উন্নয়ন কমিটির সভাপতি, জামালপুর-২ (ইসলামপুর) আসনের বিএনপির মনোনয়ন প্রত্যাশী, শিল্পপতি, শিক্ষানুরাগী ও সমাজসেবক আলহাজ্ব শওকত হাসান মিঞা।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা উন্নয়ন কমিটির সাধারণ সম্পাদক শাহ জালাল সরকার এবং অর্থ বিষয়ক সম্পাদক মো. হেলাল সরকার। এছাড়াও উপস্থিত ছিলেন কমিটির সাংগঠনিক সম্পাদক মাসুদ করিম, ছাত্রনেতা ফয়সাল, রাব্বি, মনির, মিজান, রবিন, নির্ঝনসহ বিভিন্ন সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
প্রধান অতিথি আলহাজ্ব শওকত হাসান মিঞা তাঁর বক্তব্যে বলেন,
“ইসলামপুরের হতদরিদ্র মানুষের ভাগ্যোন্নয়নে আমি যে উন্নয়নের উদ্যোগ নিয়েছি, তা অব্যাহত রাখতে চাই। উন্নয়ন শুধু অবকাঠামো নয়—মানুষের জীবনে আলোর পরশ বয়ে আনা। এজন্য প্রত্যেক সদস্যকে সততা, ঐক্য ও জনগণের সেবার মানসিকতা নিয়ে কাজ করতে হবে।”
তিনি আরও বলেন,
“আমরা নদীভাঙনের ক্ষত বহন করা মানুষ। ইসলামপুরের নদীভাঙন কবলিত মানুষের কষ্ট আমি বুঝি। তাই আপনাদের সঙ্গে থেকে তাদের পাশে থাকতে চাই। উন্নয়ন কমিটিকে আরও শক্তিশালী করতে ঐক্যবদ্ধভাবে কঠোর পরিশ্রমের কোনো বিকল্প নেই।”