আবুল হাশেম
রাজশাহী ব্যুরোঃ
রাজশাহীর বাঘা উপজেলায় পারিবারিক কলহের জেরে পৃথক ঘটনায় একই দিনে দুই গৃহবধূর আত্মহত্যার ঘটনা ঘটেছে। সোমবার (২০ অক্টোবর) কেশবপুর ও সুলতানপুর এলাকায় এই দু’টি মর্মান্তিক ঘটনা ঘটে বলে জানিয়েছে পুলিশ। খবর পেয়ে লাশ দুটি উদ্ধার করেছে বাঘা থানা পুলিশ।
বাঘা থানার অফিসার ইনচার্জ (ওসি) আ ফ ম আছাদুজ্জামান জানান, সোমবার রাত সাড়ে ১১টা থেকে ১২টার মধ্যে পাকুড়িয়া ইউনিয়নের কেশবপুর গ্রামে আজাদ আলীর স্ত্রী মনিশা খাতুন (১৯) পারিবারিক কলহের জেরে নিজ ঘরে গলায় ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করেন।
অন্যদিকে একই দিন দুপুরে গড়গড়ি ইউনিয়নের শরিফুল ইসলামের স্ত্রী মোছাঃ সোহাগী খাতুন (২৫) স্বামীর বাড়িতে গ্যাস ট্যাবলেট খেয়ে আত্মহত্যার চেষ্টা করেন। পরে পরিবারের সদস্যরা তাকে বাঘা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
ওসি আ ফ ম আছাদুজ্জামান আরও জানান, দুই গৃহবধূর মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।